নামছে পারদ। তাপমাত্রা বেশ খানিকটা কমায় শীতের আমেজ রাজ্য়জুড়ে। ভোরে ও রাতের দিকে ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে।
কলকাতায় শীতের আমেজ থাকলেও জেলাগুলিতে ভালোই ঠান্ডা পড়ে গেছে। গত ১০ বছরে অক্টোবর মাসের শীতলতম দিন ছিল গত শনিবার। তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপের কোনও প্রভাব নেই, তাই দুই বঙ্গেই আগামী পাঁচ দিন শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে।
দক্ষিণবঙ্গের জন্য তাপমাত্রারও কোনও পরিবর্তন থাকছে না আগামী পাঁচ দিন। মানে, আগামী পাঁচদিনে শীতে পড়ার কোনও সম্ভাবনা নেই।
কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। ফলে রাতের দিকে ভালোই ঠান্ডা অনুভূত হবে।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আগামী ৭ এবং ৮ তারিখ নাগাদ দু'এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, জানায় আলিপুর আবহাওয়া অফিস।