scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: প্রবল বর্ষণের আশঙ্কা, উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • 1/10

যেন উত্তরবঙ্গের পিছু ছাড়বে না বর্ষা। ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। আবহাওয়া (Weather) দফতরের দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • 2/10

মৌসুমী অক্ষরেখা স্বাভাবিকের চেয়ে উত্তরে অবস্থান করায় এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় ২ অগাস্টের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • 3/10

আবহাওয়া দফতরের পূর্বাভাস আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ২ অগাস্টের মধ্যে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • 4/10

ফলে ফের আগামী ৩ দিন মঙ্গলবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের তরফে। ৩১ জুলাই, রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার দু-একটি জায়গায় অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • 5/10

ইতিমধ্য়েই রবিবার সকাল থেকেই গোটা উত্তরবঙ্গেই বৃষ্টি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, উত্ত দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • 6/10

১ অগাস্ট, সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার দু-একটি জায়গায়। যে কারণে জারি করা হয়েছে কমলা সতর্কতা। ওই দিন ভারী বৃষ্টি হতে পারেউত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের দু-একটি জায়গায়।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • 7/10

২ অগাস্ট মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার কোনও কোনও জায়গায়। কমলা সতর্কতা জারি করা হয়েছে এদিনও। ওইদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার কোনও কোনও জায়গায়।
 

Advertisement
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • 8/10

উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে দার্জিলিং এবং কালিম্পং-এর মতো জেলাগুলির পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • 9/10

নদীগুলিতে জল বাড়বে। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের নীচু এলাকা প্লাবিত হতে পারে। ফলে ওই সমস্ত এলাকাগুলিতে সতর্ক থাকতে হবে বলে জানানো হয়েছে।

 

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • 10/10

পাশাপাশি তাপমাত্রা ও আর্দ্রতা আপাতত অস্বস্তির মাত্রা ছাড়াবে না বলেই মনে করা হচ্ছে। টানা বৃষ্টি হতে থাকায় স্বস্তি থাকবে উত্তরবঙ্গ জুড়ে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে জেলায় তাপমাত্রা সামান্য বেশি থাকবে।

Advertisement