Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Weekly Rain Update: কাল থেকে আগামী ৭ দিন ১১ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

  • 1/9

 বিগত বেশ কয়েকদিন ধরেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। এবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। 

  • 2/9

মূলত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। তার জেরেই আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস। 

  • 3/9

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১ অগাস্ট সোমবার দক্ষিণবঙ্গের  বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Advertisement
  • 4/9

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২ অগাস্ট মঙ্গলবার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 

  • 5/9

আবহাওয়া  দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখার পূর্বের দিকের অংশ হিমালয়ের পাদদেশ অবস্থান করছে। আগামী তিনদিন এই অবস্থানেই থাকবে। সেই কারণে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।  ফলে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা প্রবল। 

  • 6/9

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১ অগাস্ট সোমবার আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 
 

  • 7/9

২ অগাস্ট মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহার  ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 
 

Advertisement
  • 8/9

রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। দিনভর দফায় দফায় বৃষ্টিরপাত হয়েছে শহরে। রাতের পর থেকে বাড়বে বৃষ্টি। তবে ভারী বর্ষণ হলেও মোটেই কমবে না গুমোট ভাব। আর্দ্রতাজনিত অস্বস্তির জেরে বজায় থাকবে ভ্যাপশা গরম। 

  • 9/9

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস  দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার মাঝারি বৃষ্টি হলেও সোমবার থেকে বৃষ্টি বাড়বে । এই বৃষ্টি কিছুটা হলেও ভ্যাপশা গরম থেকে মুক্তি দেবে দক্ষিণের জেলার বাসিন্দাদের। 

Advertisement