scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, শীত ফিরছে কবে?

আবহাওয়ার পূর্বাভাস
  • 1/8

বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ পরিষ্কার ছিল। উত্তরবঙ্গের সর্বত্র তাপমাত্রা নামছে ধীরে ধীরে। এ সপ্তাহেই শীত পড়ার কথা বলা হচ্ছে আবহাওয়া দফতরের তরফে। 

আবহাওয়ার পূর্বাভাস
  • 2/8

মাঝ ডিসেম্বরেও জাঁকিয়ে শীতের দেখা নেই। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা নামতে চলেছে। উত্তরে হাওয়ার বাধা কাটতে চলেছে।

আবহাওয়ার পূর্বাভাস
  • 3/8

বৃহস্পতিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৭ ডিসেম্বর শনিবার সকালের মধ্যে কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। 

Advertisement
আবহাওয়ার পূর্বাভাস
  • 4/8

দার্জিলিং এবং কালিম্পং-এর পাহাড় ও সমতল এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। 

আবহাওয়ার পূর্বাভাস
  • 5/8

আগামী কয়েকদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এরপর ২-৩ দিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস
  • 6/8

গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে তুষারপাত শুরু হয়েছিল দার্জিলিং পাহাড়ে। এ বার সেই পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে ক্ষীণ হলেও সম্ভাবনা দেখা দিয়েছে দার্জিলিং এবং কালিম্পঙের উঁচু পাহাড়ে মরসুমের প্রথম বরফ পড়ার।

আবহাওয়ার পূর্বাভাস
  • 7/8

সিকিমের উচ্চ অক্ষাংশেও তুষারপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। আগামী কয়েক দিন ঝঞ্ঝার প্রভাবে সমতলের জেলাগুলিতেও কুয়াশার দাপট বাড়বে বলেও ইঙ্গিত আবহাওয়া দফতরের। 

 

Advertisement
আবহাওয়ার পূর্বাভাস
  • 8/8

ঝঞ্ঝার পরে,শীতের অনুভূতি আরও বাড়বে বলেই দাবি দফতরের আধিকারিকদের। ২৫ ডিসেম্বরের মধ্যেই আবহাওয়া খারাপ হতে পারে পাহাড়ে।

Advertisement