scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Kolkata Winter Update: অপেক্ষার অবসান, ফিরছে হাড় কাঁপানো শীত, কবে?

Winter Update
  • 1/8


 অবশেষে প্রতিক্ষার অবসান। কাল থেকে  কলকাতায় বইবে উত্তুরে হাওয়া। শনি ও রবিবার জাঁকিয়ে শীত পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
 

Winter Update
  • 2/8

হাওয়া অফিসের পূর্বাভাস আগামী দু-তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। ফলে শীতের আমেজ বাড়বে।
 

Winter Update
  • 3/8

কলকাতায় ১৫ ডিগ্রির নীচে থাকবে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর বলছে, সপ্তাহান্তে ১৪ ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে তাপমাত্রা।
 

Advertisement
Winter Update
  • 4/8

জেলায় জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রির নীচে  নেমে যাবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোথা তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছিও থাকতে  পারে।
 

Winter Update
  • 5/8

তবে উত্তরবঙ্গে তাপমাত্রার পরিবর্তন খুব একটা নেই, উত্তরের নীচের দিকের তিন জেলায় তাপমাত্রা সামান্য কমতে পারে।

Winter Update
  • 6/8

আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জন্য শুষ্ক আর পরিষ্কার ওয়েদার থাকবে। রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

Winter Update
  • 7/8

তবে শুধুমাত্র উত্তরবঙ্গের  দার্জিলিং ও কালিম্পং- এ খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী ৪৮ ঘন্টায় সিকিমে বৃষ্টি ও তুষারপাত চলবে।

Advertisement
Winter Update
  • 8/8

উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা আর দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে।

Advertisement