scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast Rain N Fog: দুই জেলায় বৃষ্টি, বাকিগুলোতে ব্যাপক কুয়াশার পূর্বাভাস, জমিয়ে শীত উত্তরবঙ্গে

জাঁকিয়ে শীত পড়ছে উত্তরবঙ্গে
  • 1/8

দুদিন ধরে জাঁকিয়ে শীত পড়েছে উত্তরবঙ্গে। সকাল-সন্ধ্যা কুয়াশায় ঢেকেছে উত্তরবঙ্গের সব কটি জেলা। তাপমাত্রাও নেমেছে অনেকটাই।

জাঁকিয়ে শীত পড়ছে উত্তরবঙ্গে
  • 2/8

তোরঙ্গ-আলমারি থেকে বেরিয়ে পড়েছে লেপ-কম্বল, গরম পোশাক। চুটিয়ে ঠান্ডার মরশুম উপভোগ করছেন উত্তরবঙ্গের জনতা।

জাঁকিয়ে শীত পড়ছে উত্তরবঙ্গে
  • 3/8

এরই মধ্যে আবার আবহাওয়ার পূর্বাভাসে উত্তরবঙ্গের  দুটি জেলার পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা জারি রেখেছে হাওয়া অফিস।

Advertisement
জাঁকিয়ে শীত পড়ছে উত্তরবঙ্গে
  • 4/8

উত্তরবঙ্গের বাকি এলাকায় কোথাও অবশ্য বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

জাঁকিয়ে শীত পড়ছে উত্তরবঙ্গে
  • 5/8

উত্তরবঙ্গের ওপরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের কারণে কুয়াশা থাকতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

 

জাঁকিয়ে শীত পড়ছে উত্তরবঙ্গে
  • 6/8

শনিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৯ ডিসেম্বর সোমবার সকালের মধ্যে কোথাও কোনও দুর্যোগের আভাস নেই।

জাঁকিয়ে শীত পড়ছে উত্তরবঙ্গে
  • 7/8

তবে ১৯ ডিসেম্বর দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  আগামী ৪৮ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। 

 

Advertisement
জাঁকিয়ে শীত পড়ছে উত্তরবঙ্গে
  • 8/8

আগামী ২৪ ঘন্টাতেও দিনের চেয়ে রাতের তাপমাত্রা আরও বেশ কিছুটা কমতে পারে। তবে তারপরে তাপমাত্রার আর কোনও পরিবর্তন হবে না বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

Advertisement