দুদিন ধরে জাঁকিয়ে শীত পড়েছে উত্তরবঙ্গে। সকাল-সন্ধ্যা কুয়াশায় ঢেকেছে উত্তরবঙ্গের সব কটি জেলা। তাপমাত্রাও নেমেছে অনেকটাই।
তোরঙ্গ-আলমারি থেকে বেরিয়ে পড়েছে লেপ-কম্বল, গরম পোশাক। চুটিয়ে ঠান্ডার মরশুম উপভোগ করছেন উত্তরবঙ্গের জনতা।
এরই মধ্যে আবার আবহাওয়ার পূর্বাভাসে উত্তরবঙ্গের দুটি জেলার পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা জারি রেখেছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের বাকি এলাকায় কোথাও অবশ্য বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
উত্তরবঙ্গের ওপরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের কারণে কুয়াশা থাকতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।
শনিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৯ ডিসেম্বর সোমবার সকালের মধ্যে কোথাও কোনও দুর্যোগের আভাস নেই।
তবে ১৯ ডিসেম্বর দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।