scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Weekly Weather Forecast: রাজ্য এই শীতের কাঁপুনির মধ্যেই কাল থেকে বৃষ্টি, কোথায়-কতদিন চলবে?

Weather Forecast
  • 1/8


পৌষের শুরু থেকেই হাড় কাঁপুনি শীত পড়তে শুরু করেছে রাজ্যে। জেলায় জেলায় জারি পারদ পতন। আগামী ৩ দিন রাজ্যে শীতের আমেজ পুরোদমে থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
 

Weather Forecast
  • 2/8

কলকাতা সহ জেলাগুলিত তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। রবিবার কলকাতা শহরের তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছেকাছি থাকলেও একাধিক জেলার তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমে গিয়েছে।

Weather Forecast
  • 3/8

শনিবার ছিল চলতি মরশুমের শীতলতম দিন ৷ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম ৷ শনিবারের চেয়ে অবশ্য রবিবার কিছুটা তাপমাত্রা বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। 

Advertisement
Weather Forecast
  • 4/8

জেলাগুলিতে কোথাও কোথাও তাপমাত্রা ৮ ডিগ্রিতে নেমেছে ৷ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমে গিয়েছে। উত্তরবঙ্গের জেলা গুলির তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে।

Weather Forecast
  • 5/8

দার্জিলিংয়ের তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। কালিম্পং, কার্শিয়ায়ের তাপমাত্রও ৭ থেকে ৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। তাপমাত্রা নেমেছে তরাই ডুয়ার্সের জেলা গুলিতেও। জলপাইগুড়ি, শিলিগুড়ি, সহ একাধিক জেলার তাপমাত্রা হু হু করে নামছে। বাধাহীন উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করায় তাপমাত্রার এই পারদ পতন।

Weather Forecast
  • 6/8

উত্তুরে হাওয়ার দাপটেই এই পারদ পতন বলে জানা গিয়েছে। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রার এই পারদ পতন জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Weather Forecast
  • 7/8

বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নেই। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। গত ২৪ ঘণ্টাতেও বৃষ্টি হয়নি।

Advertisement
Weather Forecast
  • 8/8

উত্তরবঙ্গে মাঝারি এবং দক্ষিণবঙ্গের উপকূলে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যেই সোমবার হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিঙে। 
 

Advertisement