শনিবার সকালে একধাক্কায় তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রির কাছাকাছি।
আবহাওয়া দফতর জানিয়েছে তামিলনাড়ু-অন্ধ্র উপকূলে মান্দোস আছড়ে পড়ার পরোক্ষ প্রভাবের কারণে এই পরিস্থিতি।
শনিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে,পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১২ ডিসেম্বর সোমবার সকালের মধ্যে আবহাওয়া শুকনো থাকবে।
তবে ৪-৫ দিন পর থেকে ফের তাপমাত্রা নামবে বলে জানা গিয়েছে। তখন শীত জাঁকিয়ে নামবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।