scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Cyclone Mandous Weather Update In West Bengal : মান্দাসের প্রভাবে বঙ্গে উধাও শীত, কবে ফিরবে ঠান্ডা?

প্রতীক ছবি
  • 1/7

নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাবে বেশ বঙ্গে উধাও শীত (Winter 2022)। ঘূর্ণিঝড় মান্দাসের জেরে রাজ্যে বৃষ্টি না হলেও প্রভাব পড়েছে তাপমাত্রায়। একলপ্তে কয়েক ডিগ্রি বেড়ে স্বাভাবিকের ওপরে চলে গিয়েছে তাপমাত্রা। 

প্রতীক ছবি
  • 2/7

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) রবিবারের বুলেটিন অনুযায়ী কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৮.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। 

প্রতীক ছবি
  • 3/7

আগামী ২-৩ দিন তাপমাত্রা এমনটা থাকতে পারে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের। 

আরও পড়ুন - হেঁচকি থেকে পাইলস, সেরে যাবে চুটকিতে, দুধে মেশান এই জিনিস

Advertisement
প্রতীক ছবি
  • 4/7

একইসঙ্গে সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় আকাশ থাকবে আংশিক মেঘলা। তবে আপাতত বঙ্গে কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 

প্রতীক ছবি
  • 5/7

শুক্রবার রাতেই মামাল্লাপুরম উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মান্দাস (Cyclone Mandous)। যার জেরে চেন্নাইয়ের বেশ কয়েকটি জায়গায় চলে ভারী বৃষ্টিপাত। সঙ্গে বইতে থাকে প্রবল বেগে হাওয়া।

প্রতীক ছবি
  • 6/7

এছাড়া মান্দারে প্রভাবে বেঙ্গালুরুতেও আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। 

প্রতীক ছবি
  • 7/7

সেক্ষেত্রে ঠান্ডা কবে ফেরে, এখন সেই অপেক্ষাতেই শীতপ্রেমীরা। 

Advertisement