scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: তাপমাত্রা বাড়ছে লাফিয়ে, উত্তরবঙ্গে শীতের কী পূর্বাভাস?

উত্তরবঙ্গের শীত
  • 1/6

আবহাওয়ার পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গ থেকে শীত ধীরে ধীরে বিদায় নিতে শুরু করলেও, উত্তরবঙ্গে শীত থাকবে আরও কিছুদিন। তবে সরস্বতী পুজোর দিন শীতের কামড় অনুভব হয়নি মোটেই।

উত্তরবঙ্গের শীত
  • 2/6

দিনভর হালকা পাজামা-পাঞ্জাবি-শাড়ি পড়ে দাপিয়ে বেড়িয়েছে কচি কাঁচারা। শুধু যে জোর করে তা নয়, আসলে শীতের কামড়টাই হারিয়ে গিয়েছে বাতাস থেকে।

উত্তরবঙ্গের শীত
  • 3/6

রাতে মোটা লেপ-কম্বল আপাতত সরে গিয়েছে। তার জায়গায় শীতের স্মৃতি আঁকড়ে রয়ে গিয়েছে হালকা কাঁথা কিংবা চাদর। শিলিগুড়ির তাপমাত্রা ১৬ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। দার্জিলিংয়ের ৯। 

Advertisement
উত্তরবঙ্গের শীত
  • 4/6

বৃহস্পতিবার দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৮ জানুয়ারি শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া একই থাকবে।

উত্তরবঙ্গের শীত
  • 5/6

কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আপাতত দিন চারেক রাতের তাপমাত্রা পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই।

 

উত্তরবঙ্গের শীত
  • 6/6

তবে আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

Advertisement