ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই সরস্বতী পুজোর দিন আকাশ পরিষ্কার। হাড় কাঁপানো ঠান্ডা অধরা থাকলেও এদিন গতকালের তুলনায় সামান্য পারদ পতন হয়েছে শহর কলকাতায়।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বুধবার এই তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ।
দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় একইরকম থাকবে তাপমাত্রা। সামান্য ওঠানামা করতে পারে রাতের তাপমাত্রা। তবে রবি ও সোমবার ফের নামবে পারদ। এই সময়ে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।
আগামী সপ্তাহের মঙ্গল ও বুধবার সামান্য তাপমাত্রা বাড়বে। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শীতের আমেজ ফিরবে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
বঙ্গে শীতের প্রত্যাবর্তন নিয়ে অনেকের মনেই দেখা দিয়েছে ধোঁয়াশা। তবে হাওয়া অফিস বলছে ফেব্রুয়ারির ২-৩ তারিখ অর্থআৎ আগামী বৃহস্পতিবার ও শুক্রবার তাপমাত্রার পারদ অনেকটাই নেমে যাবে।
উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া থাকবে। ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে।