scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

North Bengal Weather Winter Snowfall: ঠান্ডায় কাঁপছে দার্জিলিং-সহ উত্তরবঙ্গ, তুষারপাতের পূর্বাভাস

উত্তরবঙ্গের শীত
  • 1/8

ঠান্ডায় কাঁপছে দার্জিলিং, গ্যাংটক। সকাল-দুপুর-সন্ধ্যে তাপমাত্রা আর কাঁপুনিতে পার্থক্য বোঝা যাচ্ছে না। শহরাঞ্চলে তবু কিছুটা বের হওয়া যাচ্ছে। পাহাড়ের প্রত্যন্ত এলাকায় শৈত্যপ্রবাহ চলছে।

উত্তরবঙ্গের শীত
  • 2/8

পাহাড়ে গত শীতের মরশুমে এই সময় একাধিকবার বরফ পড়ে গিয়েছিল দার্জিলিং সহ অপেক্ষাকৃত নীচু পার্বত্য এলাকাতেও। এবার এখনও তেমন হয়নি। তবে হতে পারে।

উত্তরবঙ্গের শীত
  • 3/8

এই আশাতেই তুষারপাতের আশায় ছুটির সিজন শেষ হওয়ার পরও পাহাড়ে পর্যটকদের ভিড় রয়েছে ভালই। যা নিয়ে খুশি দার্জিলিং-সিকিমের স্থানীয়রা।

Advertisement
উত্তরবঙ্গের শীত
  • 4/8

গোটা উত্তরবঙ্গ শীতে জবুথবু অবস্থা। উত্তরবঙ্গ জুড়ে হানা দিয়েছে প্রবল কুয়াশা। তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে যাচ্ছে রাতের দিকে। দিনের বেলা রোড উঠলে একটু থিতু হচ্ছে।

উত্তরবঙ্গের শীত
  • 5/8

দিনের বেলায় বিশেষত সকালের দিকে আকাশ মেঘলাই থাকছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। এই মুহূর্তে উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

উত্তরবঙ্গের শীত
  • 6/8

বর্তমানে উত্তরবঙ্গের তাপমাত্রা গড়ে ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। তবে দার্জিলিং ও কালিম্পং জেলার কোথাও কোথাও তাপমাত্রা ০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।

উত্তরবঙ্গের শীত
  • 7/8

দার্জিলিংয়ে গড় তাপমাত্রা ৫-৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। এই মরশুমে এখনও ০ ডিগ্রি হয়নি। তবে যে কোনও সময় হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

 

Advertisement
উত্তরে শীত
  • 8/8

পাহাড় ছাড়া শিলিগুড়ি,আলিপুরদুয়ার,জলপাইগুড়ি, কোচবিহারে ঠান্ডায় কাঁপছে জনতা। সকাল হচ্ছে দেরি করে। গত তিনদিন ধরে সকাল ১০ টার আগে জেগে উঠছে না। আলসেমি চেপে ধরেছে উত্তরবঙ্গকে।

Advertisement