রাজ্য জুড়ে শীতের শিরশিরানি। কলকাতায় তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে। আবহাওয়া অফিস জানাচ্ছে, আরও নামতে পারে তাপমাত্রা। ফলত, জানুয়ারির প্রথম সপ্তাহে শীতের কামড় ভালই অনুভব করতে হবে কলকাতা সহ রাজ্যবাসী।
বছর শেষে ঠান্ডা খানিকটা বাড়লেও, বছর শুরুতেই ফের ধিকিধিকি কমতে থাকে ঠান্ডা। জলীয়বাষ্প কাটিয়ে এখন স্বাভাবিক পরিস্থিতি।
তবে, ঠান্ডার দাপট খানিকটা থিতু হবে ৮ জানুয়ারির পর। কয়েক ডিগ্রি বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
জেলাগুলিতে- বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।