অবশেষে পারদ নামল পাহাড় থেকে সমতলে। মঙ্গলবার ভোর হতেই হালকা শিরশিরারানি বদলে গেল রীতিমতো ঠান্ডায়। যদিও এটাও শীত নয় বলেই দাবি আবহাওয়া দফতরের।
উত্তরবঙ্গের সব জেলাতেই পারদ নেমেছে কয়েক ডিগ্রি করে। পাহাড়ে আগে থেকেই তাপমাত্রা অনেকটাই কম। সমতলের সঙ্গে এবার পাহাড়েও জাঁকিয়ে ঠান্ডা।
এদিন পাহাড়ে বিভিন্ন এলাকায় কুয়াশা দেখা গিয়েছে। কুয়াশায় ঢেকেছে সমতলও। ফলে বেশ কিছুদিন ধরে ঘরে বসে কাঞ্চনজঙ্ঘার যে দৃশ্য দেখে উদ্বেল হয়েছে জনতা, তা আপাতত উধাও।এদিন উত্তরবঙ্গের কোন জায়গা থেকেই প্রায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি।
এর মধ্যে আবার দার্জিলিং কালিম্পং এর পাহাড়ি ও পাহাড় লাগোয়া এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও মঙ্গলবার সকাল পর্যন্ত কোথাও তেমন বৃষ্টি হয়নি বলেই খবর।
তবে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক, জোড়বাংলো, ঘুম, চটকপুর, লামাহাটা সহ বিভিন্ন এলাকায় শীত নামার সঙ্গে সঙ্গেই ঢেকে গিয়েছে এলাকা।
পাহাড়ের সঙ্গে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরে বঙ্গের উত্তরদিকের জেলাগুলিতে এদিন তাপমাত্রা নেমেছে। ফলে তোরঙ্গ, আলমারি থেকে বেরিয়েছে কাঁথা-কম্বলও। সকালে উঠেই শীত পোশাক এত রাতে দেখা গিয়েছে অনেককেই।
আবহাওয়া দপ্তরের দাবি অনুযায়ী ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা হলে তাকে শীত পড়েছে বলা যায়। সেই অর্থে পাহাড় ছাড়াও কোথাও এখনও শীত পড়েনি। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি রেকর্ড হয়েছে। তবে এদিন ২৫ ডিগ্রির কাছাকাছি নেমে এসেছে উত্তরবঙ্গের গড় তাপমাত্রা।