করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য সকাল থেকেই পুরাতন মালদা ব্লকের বলরামপুর বরকল হাইস্কুলের সামনে ভিড় জমিয়েছিলেন কয়েকশো মানুষ ।
আর সকাল দশটায় স্কুলের গেট খুলতেই শুরু হয়ে যায় হুড়োহুড়ি। অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পান বহু মানুষ।
হুড়োহুড়ির ফলে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় একটুর জন্য প্রাণ বাঁচিয়ে ফিরেছেন উপস্থিত জনতা।
ভ্যাকসিন নিতে আসার পর প্রায় প্রতিদিনই কোনও না কোনও কেন্দ্রে সমস্য়ায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তবু হেলদোল নেই প্রশাসনের।
বৃহস্পতিবার চরম অব্যবস্থার কারণে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয় মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বলরামপুর এলাকার বরকল হাইস্কুল প্রাঙ্গনে।
হুড়োহুড়ির মধ্যে রীতিমতো মহিলারা ভিড়ের চাপে পিষ্ট হয়ে পড়েন। ভয়ে অনেকে ওই এলাকা থেকে পালাবার চেষ্টা করেন।
এই পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট এলাকার পুলিশ, প্রশাসন ও পঞ্চায়েত কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি বলে স্থানীয়দের অভিযোগ।
পরে অবশ্য ভ্যাকসিন নিতে আসা মানুষের হুড়োহুড়ির খবর জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছয় পুরাতন মালদা থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বলরামপুর এলাকার বরকল হাইস্কুলে করোনা ভ্যাকসিনের টিকাকরণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এদিন সকাল থেকেই অসংখ্য মানুষ ভ্যাকসিন নিতে ভিড় করেন ওই স্কুল প্রাঙ্গনে। স্কুলের গেট খুলতেই শুরু হয়ে যায় ধুন্ধুমার কান্ড । একসঙ্গে কয়েকশো মানুষ ঢোকার চেষ্টা করলে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। একে অপরের ওপর হুমড়ি খেয়ে পড়ে।