scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

PHOTOS : শিলিগুড়ি পুর এলাকায় স্বাস্থ্য পরিষেবায় জোর, দেখা হল জায়গা

পুর প্রশাসকমণ্ডলীর পরিদর্শন
  • 1/14

একগুচ্ছ প্রকল্পকে পুনরুজ্জীবিত করতে এগিয়ে এল শিলিগুড়ি পুরনিগম। পড়ে থাকা, ধুঁকতে থাকা প্রকল্পকে চালু করার প্রক্রিয়া শুরু হল। 

পুর প্রশাসকমণ্ডলীর পরিদর্শন
  • 2/14

প্রশাসকমণ্ডলীর সদস্যরা গিয়ে প্রকল্পগুলি খতিয়ে দেখেন। সেখানে কীভাবে প্রকল্পগুলিকে পুনর্জীবিত করে তা চালু করা যায় তা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে মত নেওয়া হয়।

পুর প্রশাসকমণ্ডলীর পরিদর্শন
  • 3/14

শিলিগুড়ির ডন বসকো মোড়ে শিলিগুড়ি পুর নিগমের ২.৪২ একর জমি আছে। যেটিতে বাজার গড়ে তোলার কথা ছিল একসময় ।

Advertisement
পুর প্রশাসকমণ্ডলীর পরিদর্শন
  • 4/14

তারপর এটাকে ভাল কোনও সংস্থার সাথে যৌথ উদ্যোগে পি পি পি মোডে একটা স্বাস্থ্য কেন্দ্র করবারও পরিকল্পনা করা হয়েছিল।

পুর প্রশাসকমণ্ডলীর পরিদর্শন
  • 5/14

বর্তমানে ফাঁকা পড়ে থাকা এই বিল্ডিং টির দুটো ফ্লোরে আপাতত নিজেরাই রেডি করে ও পি ডি এবং স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র চালু করবে পুরনিগম।

পুর প্রশাসকমণ্ডলীর পরিদর্শন
  • 6/14

ভবিষ্যতে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে এবং রাজ্য সরকারের সহায়তায় এখানে ভাল কোনও স্বাস্থ্য পরিষেবার সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে একটি মাল্টিসুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হবে বলে জানানো হয়।

পুর প্রশাসকমণ্ডলীর পরিদর্শন
  • 7/14

সেই সুবাদে বৃহস্পতিবার এসডিও শিলিগুড়ি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক দার্জিলিং ও জলপাইগুড়ি, প্রিন্সিপাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, পুর কমিশনার, বাস্তুকার বৃন্দ সহ অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শন করা হয়।

Advertisement
পুর প্রশাসকমণ্ডলীর পরিদর্শন
  • 8/14

এ ছাড়াও শিলিগুড়ির পায়েল সিনেমা হলের পেছনে তথা মুন্সি প্রেমচাঁদ মহাবিদ্যালয়ের পাশে শিলিগুড়ি পুরনিগমের ৪ একর জায়গার কিছুটায় একটা চেষ্ট ক্লিনিক আছে।

পুর প্রশাসকমণ্ডলীর পরিদর্শন
  • 9/14

পুর প্রশাসকণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব জানান, আমরা স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বললাম। আরও সবিস্তারে আলোচনা হবে।

পুর প্রশাসকমণ্ডলীর পরিদর্শন
  • 10/14

প্রয়োজনে আরো কিছু জায়গায় তারা এই ক্লিনিকটিকে বড় করা হবে। তাদের কোনও রকম বাধা না দিয়ে বাকি জায়গাটায় আমরা আমাদের মত করে স্বাস্থ্য বিষয়ক-ই কোন প্রকল্প করে সদ্ব্যবহার করব।

 

পরিদর্শনে পুর প্রশাসকমণ্ডলী
  • 11/14

সেই সুবাদে এদিন এসডিও শিলিগুড়ি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক দার্জিলিং ও জলপাইগুড়ি, প্রিসিপাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, পুর কমিশনার, বাস্তুকার বৃন্দ সহ অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে ওই জায়গা পরিদর্শন করে।

Advertisement
পরিদর্শনে পুর প্রশাসকমণ্ডলী
  • 12/14

শিলিগুড়ি পুরনিগমের অধীনস্থ ডাবগ্রাম মাতৃসদন সরেজমিনে পরিদর্শন করা হয়। উক্ত মাতৃ সদনটির সামগ্রিক উন্নয়ন করতে শিলিগুড়ি পুরনিগম বদ্ধপরিকর ।

পরিদর্শনে পুর প্রশাসকমণ্ডলী
  • 13/14

পুরনিগমের অধীনে থাকা এই মায়েদের হাসপাতালটিতে মায়েদের অপারেশনের ব্যবস্থা, শয্যা সংখ্যা বাড়ানো সঙ্গে আরও কিছু বন্দোবস্ত করা হবে।

পরিদর্শনে পুর প্রশাসকমণ্ডলী
  • 14/14

তার মধ্য়ে স্বাস্থ্য বিষয়ক একটা প্রশাসনিক ভবন তৈরি, স্থায়ী টিকাকরণ কেন্দ্র ইত্যাদি অবিলম্বে গড়ে তোলা হবে। উপস্থিত ছিলেন এস ডি ও শিলিগুড়ি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক দার্জিলিং ও জলপাইগুড়ি, প্রিন্সিপাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, পুর কমিশনার, বাস্তুকার ও অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিক বৃন্দ ।

Advertisement