scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

শিলিগুড়িতে অবৈধ মদের স্বর্গরাজ্যে হানা দিয়ে ঠেক ভাঙলো পুলিশ

উদ্ধার মদ
  • 1/9

বাড়িতে মদ মজুদ করে চড়া দামে হোম ডেলিভারির অভিযোগে শিলিগুড়িতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬, উদ্ধার হল বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মদ।

উদ্ধার মদ
  • 2/9

লকডাউনের জেরে রাজ্যজুড়ে বন্ধ রয়েছে মদের দোকান, তবে তা সত্ত্বেও বাড়তি খরচ করলে সুরাপ্রেমীদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে মদের বোতল। লকডাউনকে কাজে লাগিয়ে বাড়তি উপার্জনের আশায় বেশকিছু ব্যক্তি অবৈধভাবে মদ মজুত করে হোম ডেলিভারি কাজ করছে শিলিগুড়িতে।

উদ্ধার মদ
  • 3/9

ফোনে করে অর্ডার করলে ডেলিভারি বয় বাড়িতে পৌঁছে দিচ্ছে মদ। তবে বোতল পিছু বাড়তি খরচ করতে হবে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত। বর্তমানে শিলিগুড়ি শহর জুড়ে এই ধরনের অবৈধ মদ কারবার জাঁকিয়ে বসেছে শিলিগুড়ির বিভিন্ন এলাকায়। সূত্রের খবর এই কারবারের সাথে জড়িত রয়েছে বেশকিছু মদের দোকান গুলিও।

Advertisement
উদ্ধার মদ
  • 4/9

তবে এবার এই অবৈধভাবে চলা মদ ব্যবসার বিরুদ্ধে গোপন সূত্রে খবরে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার পুলিশরা অভিযান চালিয়ে উদ্ধার করল বিপুল পরিমাণ মদ। সেইসঙ্গে আটক করা হয়েছে বেশকয়েক জন ব্যক্তিকে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে খবর বুধবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ এবং সাদা পোশাকের পুলিশ কর্মীরা শিলিগুড়ির ভক্তিনগর এলাকার ডন বস্কো মোড়ে অভিযান চালিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে বিপুল পরিমাণ বেআইনি মদ উদ্ধার করে।

উদ্ধার মদ
  • 5/9

ধৃত ব্যক্তির নাম শিশুপাল রায়। ওই ব্যক্তির কাছ থেকে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১২৮ বোতল অবৈধ মদ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। একইসঙ্গে বুধবার নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও আশিঘর আউটপোস্ট থানার পুলিশ কর্মীরা অভিযান চালিয়ে দেশী মদ সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।

উদ্ধার মদ
  • 6/9

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ইস্ট জোনের ডিসিপি জয় টুডু জানিয়েছেন এদিন নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ শ্রীনগর এলাকায় অভিযান চালিয়ে ৭ বোতল দেশি মদ উদ্ধার করে। সেই সঙ্গে অবৈধ ভাবে মদ বিক্রি করার অভিযোগে অজয় সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার মদ
  • 7/9

অন্যদিকে আশিঘর আউটপোস্ট এর সাদা পোশাকের পুলিশ হাতিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৩৯ বোতল দেশি মদ উদ্ধার করে এবং এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তির নাম বিকাশ রায়। পুলিশ সূত্রে জানা গেছে এই দুটি থানা মিলিয়ে উদ্ধার হওয়া মোট দেশি মদের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে চার হাজার টাকা।

Advertisement
উদ্ধার মদ
  • 8/9

অন্যদিকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সূত্রে জানা গেছে বুধবার সন্ধ্যায় প্রধাননগর থানার পুলিশের একটি টিম গোপন সূত্রে খবর পেয়ে পুরনিগমের ৪৬ নং ওয়ার্ডের সমরনগর ও বাঘাযতীন কলোনি এলাকায় মহানন্দা নদীর পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল দেশি মদ এবং ৯ বোতল বিয়ার উদ্ধার করে।

উদ্ধার মদ
  • 9/9

একই সাথে প্রায় দেড়শো লিটার মদ তৈরির কাঁচা স্পিরিট নষ্ট করে দেয় পুলিশ। অবৈধভাবে এই ব্যবসার সাথে জড়িত থাকার জন্য ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম দীপক শীল, সুজন দাস ও সুনীল রায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই অভিযানে ধৃতদের বিরুদ্ধে অবৈধভাবে মদ বিক্রির জন্য মামলা রুজু করেছে পুলিশ। তবে এই চক্রে আরো বড় কেউ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলেছে তরফে।

Advertisement