উত্তরবঙ্গে এখন আবহাওয়ার সঙ্গে মধুচন্দ্রিমা চলছে। সবে ভাদ্রের গরম জাঁকিয়ে বসতে শুরু করেছিল, আচমকা মৌসুমী বায়ু এসে সব গুলিয়ে দিয়েছে। উত্তরবঙ্গ জুড়ে এখন মনোরম আবহাওয়া।
গত তিনদিন ধরেই কম-বেশি বৃষ্টিতে বাতাসের আর্দ্রতাও উধাও। ফলে হাওয়ায় একটা শিরশিরে ভাব এসেছে। আপাতত এ আবহাওয়া কদিন থাকে তা দেখার।
উত্তরবঙ্গে দফায় দফায় বৃষ্টি চলছে। সব জেলাতেই বৃষ্টি হচ্ছে। তবে কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হয়েছে। আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বেশ কয়েকটি জেলায়।
মৌসুমী বায়ু হিমালয়ের দোরগোরায় পৌঁছে যাওয়ার কারণেই এই বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।
মঙ্গলবারও উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে। পাহাড় সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে আগামী কয়েকদিন।
এদিন আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় সকাল থেকেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এই পরিস্থিতি আগামী কয়েকদিন চলার সম্ভাবনা রয়েছে। উল্লিখিত জেলাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।
বাকি তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।