scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast For Tuesday: ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের নদীতে বাড়ছে জলস্তর, ভোগান্তি আরও ক'দিন?

উত্তরবঙ্গে অব্যাহত বৃষ্টি
  • 1/10

উত্তরবঙ্গে এখন আবহাওয়ার সঙ্গে মধুচন্দ্রিমা চলছে। সবে ভাদ্রের গরম জাঁকিয়ে বসতে শুরু করেছিল, আচমকা মৌসুমী বায়ু এসে সব গুলিয়ে দিয়েছে। উত্তরবঙ্গ জুড়ে এখন মনোরম আবহাওয়া।

উত্তরবঙ্গে অব্যাহত বৃষ্টি
  • 2/10

গত তিনদিন ধরেই কম-বেশি বৃষ্টিতে বাতাসের আর্দ্রতাও উধাও। ফলে হাওয়ায় একটা শিরশিরে ভাব এসেছে। আপাতত এ আবহাওয়া কদিন থাকে তা দেখার।

উত্তরবঙ্গে অব্যাহত বৃষ্টি
  • 3/10

উত্তরবঙ্গে দফায় দফায় বৃষ্টি চলছে। সব জেলাতেই বৃষ্টি হচ্ছে। তবে কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হয়েছে। আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বেশ কয়েকটি জেলায়।

Advertisement
উত্তরবঙ্গে অব্যাহত বৃষ্টি
  • 4/10

মৌসুমী বায়ু হিমালয়ের দোরগোরায় পৌঁছে যাওয়ার কারণেই এই বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। 

উত্তরবঙ্গে অব্যাহত বৃষ্টি
  • 5/10

মঙ্গলবারও উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে। পাহাড় সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে আগামী কয়েকদিন।

উত্তরবঙ্গে অব্যাহত বৃষ্টি
  • 6/10

এদিন আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় সকাল থেকেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গে অব্যাহত বৃষ্টি
  • 7/10

এই পরিস্থিতি আগামী কয়েকদিন চলার সম্ভাবনা রয়েছে। উল্লিখিত জেলাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। 

Advertisement
উত্তরবঙ্গে অব্যাহত বৃষ্টি
  • 8/10

বাকি তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

উত্তরবঙ্গে অব্যাহত বৃষ্টি
  • 9/10

আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। 

 

উত্তরবঙ্গে অব্যাহত বৃষ্টি
  • 10/10

উত্তরবঙ্গের বেশ কিছু নদীতে জলস্ফীতি হয়েছে, নদী ভাঙনের খবরও এসেছে। তাই একদিকে যখন আবহাওয়া উপভোগ করছেন লোকজন, তখন অন্যদিকে পুজোর আগে দুশ্চিন্তায় নদী পারের বাসিন্দারা।

Advertisement