শীত কবে পড়বে এখনও সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলছেন না আবহাওয়াবিদরা। ভোরে হালকা ঠান্ডা। বেলা বাড়তেই তা উধাও। তবে কখনও উত্তুরে হাওয়া পরিবেশের গুমোটভাব খানিক সরিয়ে দিচ্ছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস শুক্রবার থেকেই বাংলা জুড়েই তাপমাত্রা হ্রাস হতে পারে। তার প্রভাব পড়বে উত্তরবঙ্গেও। তবে দক্ষিণবঙ্গের আগেই উত্তরবঙ্গের তাপমাত্রার পারদ খানিকটা নেমেছে।
ধীরে ধীরে বদলাচ্ছে উত্তরবঙ্গের আবহাওয়া। সকালের দিকে পুরোপুরি শীতের আমেজ। ভোরবেলা কুয়াশা আর সঙ্গে সকাল থেকেই একটা শিরশিরানি ভাব জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস দিচ্ছে।
যদিও বেলা বাড়তেই বদলে যাচ্ছে পরিস্থিতি। সকাল ৯টা, সাড়ে ৯টার পর ফের স্বাভাবিক উষ্ণতায় ফিরে আসছে আবহাওয়া। তখন আর শীতের আমেজ উধাও।
বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১২ নভেম্বর অর্থাৎ শনিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনোই থাকবে আপাতত। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা নেই।
রাতের তাপমাত্রা সে রকম কোনও পরিবর্তন না হলেও পরবর্তী তিন-চারদিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।