scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Winter Update: ২৪ ঘণ্টার মধ্যেই ৪ ডিগ্রি নামবে পারদ, পূর্বাভাস হাওয়া অফিসের

Winter Update
  • 1/8

ভোরে হাল্কা ঠাণ্ডা। বেলা বাড়তেই তা উধাও। তবে কখনও-সখনও উত্তরে হাওয়া বইছে। গত কয়েকদিন ধরে এমনটাই চলছে। বলতে গেলে  গত সপ্তাহখানেক ধরেই রাজ্যের আবহাওয়া বেশ মনোরম।

Winter Update
  • 2/8

আর এর মাঝেই বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকেই বাংলা জুড়েই তাপমাত্রা হ্রাস হতে পারে।
 

Winter Update
  • 3/8

আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে কোনরকম মেজর সিস্টেম না থাকায় আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে।  আর ২৪ ঘণ্টা পর থেকে রাজ্যের সমস্ত জায়গাতে ২ থেকে ৪ ডিগ্রি কমে যাবে তাপমাএা। 
 

Advertisement
Winter Update
  • 4/8

পাশাপাশি হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং জেলায় আগামী তিনদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে শুষ্ক ওয়েদার থাকবে।
 

Winter Update
  • 5/8

বৃহস্পতিবার শহর কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬  ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২১.১  ডিগ্রি সেলসিয়াস। 
 

Winter Update
  • 6/8

 আগামী ২৪ ঘণ্টায় কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির  কাছাকাছি থাকবে।
 

 
 

 

 

Winter Update
  • 7/8

ভোরের দিকে হিমেল হাওয়ার প্রভাবে শীত অনুভূত হলেও জাঁকিয়ে ঠান্ডা এক্ষুনি পড়ছে তাও অবশ্য জানিয়েছে হাওয়া অফিস। 
 

Advertisement
Winter Update
  • 8/8

তবে পুরোপুরি শীত এই মুহূর্তে না পড়লেও পারদপতনের হবে। আগামী ১২ নভেম্বর, অর্থাৎ শনিবার থেকেই তাপমাত্রা বেশ খানিকটা কমতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

Advertisement