Advertisement
পশ্চিমবঙ্গ

Rail Arranges Special Train From Santragachi To NJP: বর্ষার মরশুমে ডুয়ার্স যেতে চান? সাঁতরাগাছি থেকে স্পেশাল ট্রেন, বুকিং শুরু

  • 1/10

বর্ষায় সামার স্পেশাল। অগাস্ট মাসে ছুটি জোগাড় করতে পারলেই হল। উত্তরবঙ্গ ভ্রমণের জন্য রেল বাড়তি সুযোগ এনে দিল। তাও শিয়ালদহ কিংবা হাওড়া নয়, সাঁতরাগাছি থেকেই মিলবে ট্রেনে চাপার সুযোগ। ফলে ভিড় এড়ানো যাবে। 

  • 2/10

অগাস্টের প্রথম সপ্তাহ থেকেই ট্রেনটি চালু করতে চলেছে রেল। ৫ অগাস্ট থেকে সপ্তাহে একদিন করে এই ট্রেনটি সাঁতরাগাছি-নিউ জলপাইগুড়ি স্টেশনের মধ্যে যাতায়াত করবে।

  • 3/10

সপ্তাহের প্রতি শুক্রবার শিলিগুড়ি তথা এনজেপি থেকে ট্রেনটি ছেড়ে রওনা হবে কলকাতার উদ্দেশে পৌঁছবে শনিবার। এরপর শনিবার ফের ট্রেনটি সাঁতরাগাছি থেকে ছেড়ে রবিবার এনজেপি পৌঁছবে।

Advertisement
  • 4/10

ফলে ট্রেনটি আপাতত অগাস্টে চারদিন আসবে, আর ট্রেনটি চারদিন যাবে। পরবর্তীতে চাহিদা দেখে সেপ্টেম্বরেও চালানো হবে কি না, তা ঠিক করবে রেল কর্তৃপক্ষ।

  • 5/10

নতুন সিদ্ধান্ত হওয়ায়, যারা চালু ট্রেন যেমন দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, সরাইঘাট সহ অসম থেকে দক্ষিণ ভারতগামী ট্রেনগুলিতে টিকিট পাননি, তারা সুযোগ পাবেন টিকিট কাটার। ফলে চাহিদা কিছুটা উপশম হবে।

  • 6/10

এর আগে জুলাই মাসেও সাঁতরাগাছি থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে আট জোড়া (১৬ টি) সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ-পূর্ব রেল। তা সফল হয়েছে। সব ট্রেন ভর্তি।

  • 7/10

অগাস্টে ভিড় খানিকটা কম হলেও রয়েছে। ফলে নতুন ট্রেনে যাত্রীদের সুবিধা হবে। আর শিয়ালদা-হাওড়া স্টেশনের বাইরে অন্য স্টেশন দেওয়াতে ভিড় এড়িয়ে খানিকটা শান্তিতে ট্রেন ধরা যাবে।

Advertisement
  • 8/10

কোন কোন স্টেশনে দাঁড়াবে?

যাত্রাপথে সাঁতরাগাছি এবং নিউ জলপাইগুড়ির মধ্যে ডানকুনি, বর্ধমান, রামপুরহাট, মালদহ টাউন, বারসোই, কিসানগঞ্জ এবং আলুয়াবাড়ি রোডে দাঁড়াবে।

  • 9/10

সাঁতরাগাছি-নিউ জলপাইগুড়ি-সাঁতরাগাছি ট্রেনে এসি টু টায়ারের একটি কোচ থাকছে। তাছাড়া এসি থ্রি টায়ার, স্লিপার থ্রি টায়ার এবং জেনারেল ক্লাসে টিকিট কাটার সুযোগ থাকছে।

 

  • 10/10

অগাস্ট মাসে অনেকেই বর্ষায় ডুয়ার্স ঘুরতে জলদাপাড়া, গরুমারা, বক্সা, লাটাগুড়িতে রিসর্ট বুক করেছেন। তাদের জন্য বাড়তি সুযোগ এনে দিয়েছে। যারা করেননি এক লপ্তে রিসর্ট ও ট্রেন দুইই বুক করতে পারবেন। তবে দ্রুত করতে হবে। 

Advertisement