scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

প্রয়াত সতীর্থের স্মৃতি ধরে রাখতে দুঃস্থদের পাশে শিলিগুড়ির ক্রিকেট আম্পায়াররা

আম্পায়ারের স্মৃতিতে মধ্যাহ্নভোজ
  • 1/9

এক বছর আগে সতীর্থ সিনিয়র আম্পায়ার বিকাশ লামা করোনার প্রথম ওয়েভে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। যার আকস্মিকতায় হতভম্ব হয়েগিয়েছিলেন অনেকেই।

আম্পায়ারের স্মৃতিতে মধ্যাহ্নভোজ
  • 2/9

আচমকা তাঁর মৃত্যু মেনে নিতে পারেননি দীর্ঘ দিনের সতীর্থ। তাঁরাই এদিন প্রয়াত আম্পায়ারকে স্মরণীয় করে রাখতে জন আহারের বন্দোবস্ত করেছিলেন।

আম্পায়ারের স্মৃতিতে মধ্যাহ্নভোজ
  • 3/9

গত বছরও প্রয়াণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এবারও একইভাবে দুঃস্থদের জন্য খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল।

Advertisement
আম্পায়ারের স্মৃতিতে মধ্যাহ্নভোজ
  • 4/9

এবার থেকে প্রত্যেকবারই একইভাবে অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানানো হয়। যদিও ক্রিকেট আম্পায়াররাই এতে অংশ নিয়েছিল তবে আম্পায়ার ও রেফারিদের যে মূল সংঠন রয়েছে তার বাইরে আলাদা মঞ্চ গড়ে অনুষ্ঠান আয়োজন করা হয়।

আম্পায়ারের স্মৃতিতে মধ্যাহ্নভোজ
  • 5/9

এদিন অবশ্য় উপস্থিত ছিলেন শিলিগুড়ির ক্রিকেট, ফুটবল ও ভলিবলের স্বীকৃত সংগঠন শিলিগুড়ি রেফারিজ অ্যান্ড আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক পরিমল ভৌমিক। তিনিও অনুষ্ঠানে সাধুবাদ জানান। 

 

আম্পায়ারের স্মৃতিতে মধ্যাহ্নভোজ
  • 6/9

উপস্থিত ছিলেন ক্রিকেট আম্পায়ারদের অনেকেই। আয়োজকদের পক্ষে শেখর পাত্র জানান, বিকাশ লামা আমাদের শুধু সতীর্থই ছিলেন না, যেভাবে বহু বছর মাঠে আম্পায়ারিং করেছেন তা আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হতে পারে।

আম্পায়ারের স্মৃতিতে মধ্যাহ্নভোজ
  • 7/9

বিকাশ লামার ঘনিষ্ঠ বন্ধু ও সতীর্থ মনোজ চক্রবর্তী জানান, বিকাশকে তো আর ফিরে পাব না। তাই তাঁর স্মৃতিকে আঁকড়ে ধরে আগামীতে চলতে চাই।

Advertisement
আম্পায়ারের স্মৃতিতে মধ্যাহ্নভোজ
  • 8/9

আম্পায়াররা নিজেরাই আর্থিক সহযোগিতার মাধ্যমে এদিনের রসদের বন্দোবস্ত করেছিলেন। আগামীতেও এই মঞ্চের তরফে সামাজিক কাজের প্রতিশ্রুতি দেন তাঁরা।

আম্পায়ারের স্মৃতিতে মধ্যাহ্নভোজ
  • 9/9

এদিন প্রায় ৩০০ জনকে খাওয়ানো হয়েছে। এর মধ্যে দুঃস্থদের পাশাপাশি বহু খেলোয়াড়কেও এদিন মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানানো হয়েছিল।

Advertisement