scorecardresearch
 
উত্তরবঙ্গ

সামনে রেস্তোরাঁ, পিছনে মধুচক্র, ফাঁস করলেন স্থানীয়রাই

সামনে রেস্তোরাঁ, পিছনে মধুচক্র
  • 1/7

রেস্তোরাঁর আড়াল মধুচক্রের অভিযোগে ভাঙচুর। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার আইটিআই মোড় এলাকায়। ঘটনায় আটক বেশ কয়েকজন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

 

সামনে রেস্তোরাঁ, পিছনে মধুচক্র
  • 2/7

জানা গিয়েছে, মালদা শহরর ঘন জনবসতিপূর্ণ এলাকা আইটিআই মোড়। বেশ কিছুদিন আগে এই এলাকায় একটি রেস্তোরাঁ খোলে সুশান্ত সাহা নামে এক ব্যাক্তি। আর সেই রেস্তোরাঁর আড়ালে এই মধুচক্রের ব্যবসা চালাত মালিক বলে এলাকার বাসিন্দাদর অভিযোগ। যার ফলে সন্ধ্যা নামতেই বহিরাগতদের আনাগোনা শুরু হত। ঘরে চলত মদের আসর। ঘটনা এলাকার মানুষ জানতে পেয়ে মালিককে জানায়। কিন্তুু মোটা টাকা ভাড়ার আশায় তাতেও কোনও কর্ণপাত করেননি তিনি।

 

সামনে রেস্তোরাঁ, পিছনে মধুচক্র
  • 3/7

বিশেষ করে রবিবার সন্ধ্যা গড়াতেই শুরু হয় বহিরাগতদের আনাগোনা। এরপর এলাকার মানুষ ওই রেস্ট্রুরেন্টে ঢুকে ভাঙচুর করে। ঘটনা বুঝতে পেয়ে পেছন দরজা দিয়ে মক্ষিরানীরা পালিয়ে যায়। এরপর শুরু হয় ব্যাপক ভাঙচুর। আটক করে বেশ কিছু যুবককে। ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ এস তাদের উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার পর থেকে পলাতক রেস্তোরাঁ মালিক সুশান্ত সাহা। 

সামনে রেস্তোরাঁ, পিছনে মধুচক্র
  • 4/7

এলাকার বাসিন্দা রমাপতি রায় জানান, আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি রাত হলেই এখানে বহিরাগতদের আনাগোনা শুরু হচ্ছে। পাশেই আমার বাড়ি। এদিন যখন এলাকার মানুষ এই রেস্তোরাঁর ভিতরে ঢোকেন, তখন বেশকিছু মহিলা আমার বাড়ির এডবেস্টারের ছাদের বেশ কিছুটা অংশ ভেঙে পালিয়ে যায়।

সামনে রেস্তোরাঁ, পিছনে মধুচক্র
  • 5/7

দীর্ঘদিন ধরেই এই বাড়িতে রেস্টুরেন্ট প্যালেসের নামে মধুচক্র চালানো হতো। লোকালয় এর মধ্যে এইরকম নোংরা কাজের ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি কিন্তু কোন লাভ হয়নি। এদিন এলাকার মানুষের ক্ষিপ্ত হয় সেই রেস্টুরেন্টে ঢুকে ভাঙচুর চালিয়েছে।  কয়েকজন যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

সামনে রেস্তোরাঁ, পিছনে মধুচক্র
  • 6/7

প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ বলেন,এখানে বেশ কিছু অসাধু ব্যবসায়ী এক-দেড় বছর ধরে নোংরা কাজ করছে। এলাকার সাধারণ মানুষ এই ঘটনার দীর্ঘদিন ধরে প্রতিবাদ করেছে। কিন্তু তাদের কাছ থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি।

 

সামনে রেস্তোরাঁ, পিছনে মধুচক্র
  • 7/7

এদিন এলাকার সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছে। এরই মাঝে ভুল বোঝাবুঝির কারণে আমাদের কিছু ছেলেকে পুলিশ আটক করেছে।তবে এলাকায় কোন মতে এধরনের কারবার মেনে নেওয়া যায় না। অবলম্বে পুলিশের ব্যবস্থা নিতে হবে। পুলিশ সুত্রে খবর ঘটনার পর অভিযুক্তর খোঁজ শুরু করেছে পুলিশ।