scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

ভাই নয় বোনের কপালে ফোঁটা দিল বোনেরাই, মালদায় অভিনব 'বোনফোঁটা'

বোনের কপালে দিলাম ফোঁটা
  • 1/9

"বোনরে তোর বাড়ুক আয়ু। তোরই জন্য এই দিনটা। ক্যালেন্ডারে নাই বা থাকুক দিনটা। বোনের মঙ্গলে বোন ফোঁটা।" বোনেদের মঙ্গলের জন্য বোন ফোটার আয়োজন করে থাকেন মহিলারা।
 

বোনের কপালে দিলাম ফোঁটা
  • 2/9

গত তিন বছর ধরে ইংরেজবাজার শহরের মালদার উঠোনে এই ফোটার আয়োজন করে আসছেন শহরের বেশ কিছু মহিলা। কলেজ পড়ুয়া থেকে স্কুলশিক্ষিকা বিভিন্ন পেশার মহিলারা এই অনুষ্ঠানে যোগদান করেন।

বোনের কপালে দিলাম ফোঁটা
  • 3/9

নিজেদের উদ্যোগেই বোন ফোঁটার আয়োজন করেন তারা। কেবল মালদা জেলা বা পশ্চিমবঙ্গে নয় সমগ্র পৃথিবী জুড়ে এই ফোঁটার আয়োজন হোক চান উদ্যোক্তারা।

Advertisement
বোনের কপালে দিলাম ফোঁটা
  • 4/9

আমরা দেখেছি সাধারণত কালীপুজোর দুদিন পরে প্রথা মেনে ভ্রাতৃদ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা উৎসব পালিত হয়। সেখানে যেমন থাকে কলার কাঁদি, চন্দন, শিশির, দূর্বা, ধান, পাখা। সেই তিথিতে ভাইয়েদের মঙ্গল কামনায় ভাইয়ের কপালে ফোঁটা দেন বোনরা। এরপর চলে মিষ্টি মুখের পালা।

বোনের কপালে দিলাম ফোঁটা
  • 5/9

কিন্তুু এবার বোনেদের মঙ্গল কামনায় সোস্যাল মিডিয়ার কিছু মহিলারা তিন বছর আগে উদ্যোগ নিয়ে বোনেরা তাদের মঙ্গল কামনার সিদ্ধান্ত নেয় বোন ফোঁটার। সেই মত ২০১৯ সালে প্রথম আয়োজন করা হয় বোন ফোঁটার।

বোনের কপালে দিলাম ফোঁটা
  • 6/9

সোশ্যাল মিডিয়ায় কয়েকজন বন্ধু প্রথম উদ্যোগ নেন এই বোন ফোটার। ভাইদের জন্য নির্দিষ্ট দিন থাকলেও ক্যালেন্ডারে বোনেদের জন্য কোনও নির্দিষ্ট দিন নেই বলে বোন ফোঁটা হবে না তা হতে পারে না।

বোনের কপালে দিলাম ফোঁটা
  • 7/9

এই চিন্তা ভাবনা থেকেই বোনেদের মঙ্গলের জন্য গুরু পূর্ণিমার দিন আয়োজন হয় এই ফোটার। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় গ্রুপ বানিয়ে আয়োজন চলে। ফোঁটা দেওয়া এবং নেওয়ার সংখ্যাও বাড়ছে দিন দিন। গোটা পৃথিবী জুড়ে এই বোন ফোটার আয়োজন হোক চান উদ্যোক্তারা।

Advertisement
বোনের কপালে দিলাম ফোঁটা
  • 8/9

এক সদস্য মৌসুমী দাসঘোষ জানান, ভ্রাতৃদ্বিতীয়ার নির্দিষ্ট তিথি রয়েছে। বোনেদের জন্য কোন ক্যালেন্ডার তিথি নেই। তাই নিজেরা উদ্যোগ নিয়ে সোস্যাল মিডিয়ার মাধ্যমে একত্রিত হয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বোনের কপালে দিলাম ফোঁটা
  • 9/9

যেমন ভাইদের মঙ্গল কামনা করে তেমনই বোনেদের মঙ্গল কামনায় এই বোন ফোঁটার আয়োজন। আগামী  দিনে যাতে এই বোন আরও সব জায়গায় হয় তার আবেদন করব।

Advertisement