scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

বায়ুসেনা ছাউনিতে হঠাৎ হামলা, চিতার আক্রমণে জখম এক

চিতার হামলায় জখম শ্রমিক
  • 1/8

শিলিগুড়িতে বাগডোগরা বায়ুসেনা শিবিরে চিতা বাঘের হানা। চিতার হামলায় আহত হল চা শ্রমিক। আহত শ্রমিকের নাম গোবিন্দ সিং।

চিতার হামলায় জখম শ্রমিক
  • 2/8

এই মুহূর্তে তিনি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। চিতাবাঘের খোঁজে তল্লাশি চালাচ্ছে বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা।

চিতার হামলায় জখম শ্রমিক
  • 3/8

শিলিগুড়ি ও সংলগ্ন এলাকা জুড়ে মাঝেমধ্যেই চিতা বাঘের হামলার ঘটনা ঘটছে। সম্প্রতি কিছুদিন আগে শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নং ওয়ার্ডে একটি বাড়িতে চিতা বাঘ লোকালয়ে হামলা চালিয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে।

 

Advertisement
চিতার হামলায় জখম শ্রমিক
  • 4/8

পরে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। ঠিক একইভাবে বৃহস্পতিবার সকালে বাগডোগরার বায়ুসেনার সেনা ছাউনিতে চিতাবাঘের হামলায় আতঙ্ক ছড়াল এলাকায়।

চিতার হামলায় জখম শ্রমিক
  • 5/8

জানা গিয়েছে এদিন শ্রমিকেরা সেনা ক্যাম্পে থাকা জঙ্গলে সাফাইয়ের কাজ করার সময় চিতাবাঘ গোবিন্দ সিং নামে এক শ্রমিকের উপর আচমকাই হামলা চালায়।

চিতার হামলায় জখম শ্রমিক
  • 6/8

ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে খবর আহত শ্রমিকের গলা ও পিঠে  আঘাতের চিহ্ন রয়েছে।

চিতার হামলায় জখম শ্রমিক
  • 7/8

অন্যদিকে এই ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে বাগডোগরা রেঞ্জের বন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চিতাবাঘের খোঁজে তল্লাশি শুরু করেছে। কার্শিয়াং বনবিভাগের ডিএফও হরিকৃষ্ণ জানান, বৃহস্পতিবার সকালে বাগডোগরা সেনাছাউনিতে চিতা বাঘের হামলার ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছে এক শ্রমিক। ঘটনার পর বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে চিতাবাঘের খোঁজ চালাচ্ছে। তবে গভীর জঙ্গল হওয়ার কারণে বাঘটিকে খুঁজতে সময় লাগছে।

Advertisement
চিতার হামলায় জখম শ্রমিক
  • 8/8

অন্যদিকে পরিবেশপ্রেমী দীপজ্যোতি চক্রবর্তী বলেন, ইদানিং শহর এলাকা কিংবা চা বাগান এলাকাগুলিতে এই চিতাবাঘের হামলার ঘটনা ঘটছে। এর মূল কারণ এখন চিতাবাঘ কুকুর ও গবাদি পশুর লোভেই লোকালয় আসছে। তবে বনদপ্তরের উচিত অবিলম্বে চিতা নিয়ে একটি শুমারি করা। তবেই পরিষ্কার হবে চিতা বাঘের সংখ্যা কতটা বেড়েছে।

Advertisement