scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

দিন-দুপুরে লুঠের চেষ্টা শিলিগুড়িতে, পালাতে গিয়ে একজন ধৃত

লুঠের চেষ্টা শিলিগুড়িতে
  • 1/8

দিন-দুপুরে শিলিগুড়ির অন্যতম ব্যস্ততম নয়াবাজার এলাকাতে লুটের চেষ্টা একদল দুষ্কৃতীর। যদিও ব্যবসায়ীদের তৎপরতায় এক দুষ্কৃতীকে ধরে ফেলে তারা।

লুঠের চেষ্টা শিলিগুড়িতে
  • 2/8

ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। ঘটনায় খালপড়া আউট পোস্টের পুলিশ পৌঁছে যুবককে আটক করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

লুঠের চেষ্টা শিলিগুড়িতে
  • 3/8

শিলিগুড়ির অন্যতম ব্যস্ততম এলাকার মধ্যে রয়েছে নায়া বাজার এলাকা। এই বাজার শহরের অন্যতম পাইকারি বাজার। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং নেপাল ভুটান আরও বেশকিছু জায়গাতে এখান থেকে সামগ্রী পৌঁছে যায়।

Advertisement
লুঠের চেষ্টা শিলিগুড়িতে
  • 4/8

প্রতিদিন কয়েকশ কোটি টাকার ব্যবসা হয় এই বাজার থেকেই। তবে শুক্রবার দিন দুপুরে নয়া বাজার এলাকায় এক ব্যবসায়ীকে লুটের চেষ্টা করল একদল দুষ্কৃতী।

লুঠের চেষ্টা শিলিগুড়িতে
  • 5/8

জানা গেছে এদিন ওই দুষ্কৃতী দল যুগল কিশোর শর্মা নামে ব্যবসায়ীকে দুপুরবেলা আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট করার চেষ্টা করে। সে সময়ে ঘটনা অন্যান্য ব্যবসায়ীরা দেখে ফেলায় দুষ্কৃতী দল পালানোর চেষ্টা করে।

লুঠের চেষ্টা শিলিগুড়িতে
  • 6/8

যদিও ঘটনায় দুষ্কৃতী দলের সবাই পালিয়ে যেতে সক্ষম হলেও এক যুবককে স্থানীয় ব্যবসায়ীরা ধরে ফেলে। এরপরই ঘটনার খবর দেয়া হয় খালপাড়া টাউন আউটপোস্ট পুলিশকে।

লুঠের চেষ্টা শিলিগুড়িতে
  • 7/8

ঘটনাস্থলে পুলিশ এসে আগ্নেয়াস্ত্র সহ ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে এই ঘটনার পরে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে।

Advertisement
লুঠের চেষ্টা শিলিগুড়িতে
  • 8/8

অন্যদিকে এই ঘটনার পরই ধৃত ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে এই দুষ্কৃতী দলের পেছনে অন্য কোনো চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Advertisement