scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

North Bengal Weatehr Forecast: তাপমাত্রা বাড়ছে উত্তরবঙ্গে, তাহলে কি এবার শীত বিদায়?

উত্তরে শীত
  • 1/6

হাড়হিম শীত উধাও। আপাতত উত্তরবঙ্গে সহনশীল ঠান্ডা বিরাজ করছে। দুদিন আগে পর্যন্ত যে হাওয়া হাড় কাঁপিয়ে দিচ্ছিল, তা এখন অনেকটাই বিষদাঁতহীন।
 

উত্তরে শীত
  • 2/6

তাপমাত্রা সামান্যই বেড়েছে। তবে প্রধানত পশ্চিমি ঝঞ্ঝার কারণে শীতে বিঘ্ন ঘটেছে। তাই ঠান্ডার সেই ছোবল উধাও হয়েছে বাতাস থেকে।

উত্তরে শীত
  • 3/6

তবে সমতলে আরামদায়ক শীত ফিরলেও, পাহাড়ে এখনও একই রকম হিমশীতল আবহাওয়া বিরাজ করছে। তবে এখনই তুষারপাতের আর সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

Advertisement
উত্তরে শীত
  • 4/6

সোমবার সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৫ জানুয়ারি বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া শুকনো থাকবে।

উত্তরে শীত
  • 5/6

আগামী দিন দুয়েকে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের দিনে তিনেকে হিমালয় সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

 

উত্তরে শীত
  • 6/6

তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার ভাব এখনই বিদায় নিচ্ছে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement