scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Weather Update: চলতি সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি, শীত আর ফিরবে না?

Weather Update
  • 1/10

সকালের দিকে কোনও কোনও জায়গায় হাল্কা কুয়াশা, সঙ্গে মেঘলা আকাশ। তবে দক্ষিণবঙ্গে এদিনও ঊর্ধ্বমুখী তাপমাত্রার ট্রেন্ড।
 

Weather Update
  • 2/10

 সরস্বতী পুজোতেও এবার মিলবে না শীতের আমেজ। আবহাওয়া দফতরের পূর্বাভাসে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 

Weather Update
  • 3/10

পশ্চিমী ঝঞ্ঝার কারণেই আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত কনকনে ঠান্ডার আমেজ থাকছে না দক্ষিণবঙ্গে।
 

Advertisement
Weather Update
  • 4/10

বর্তমানে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে রয়েছে। আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা শুক্রবার ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে। যার ফলেই চলতি সপ্তাহে তাপমাত্রা কমার কোন সম্ভাবনাই নেই।
 

Weather Update
  • 5/10

 কার্যত পশ্চিমী ঝঞ্ঝায় বাধা পেয়েই  উত্তুরে হাওয়া থমকে গেছে। আপাতত শীতল উত্তরে হওয়া এ রাজ্যে ঢোকার কোন সম্ভাবনাই নেই। শুক্রবারের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের উপরই নির্ভর করছে শীতের আমেজ কতটা ফিরবে বাংলায়।
 

Weather Update
  • 6/10

হাওয়া অফিস বলছে  আগামী ৪-৫ দিন শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রাতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি উপরে থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। দিনের তাপমাত্রাও ২-৩ ডিগ্রি উপরেই থাকবে। 
 

Weather Update
  • 7/10

আগামী দু'দিনে আরো বাড়বে দক্ষিণবঙ্গে  দিন ও রাতের তাপমাত্রা। তারপর ২-৩ দিন একই রকম আবহাওয়া থাকবে কোন পরিবর্তন হবে না।

Advertisement
Weather Update
  • 8/10

উত্তরবঙ্গেও আগামী ৩ দিন একই রকম আবহাওয়া থাকবে। তারপর থেকে পরবর্তী ২-৩ দিনে তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি। তবে উত্তরবঙ্গে আপাতত দক্ষিণবঙ্গের তুলনায় ঠান্ডার ভাব বজায় থাকবে।

Weather Update
  • 9/10

হাওয়া অফিস বলছে,  কলকাতার তাপমাত্রা আগামী দু'দিনে সামান্য বেড়ে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা থাকছে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৪ ডিগ্রি বেশি।

 

 

Weather Update
  • 10/10


তবে রাজ্যে শীত বিদায়ের আগে এই মাসের শেষে কিংবা সামনের মাসের শুরুতে ফের একবার তা ফিরবে কিনা সেব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেনি আবহাওয়া দফতর।

Advertisement