scorecardresearch
 
উত্তরবঙ্গ

উৎসবের মরশুমে পানীয় জলের তীব্র সংকট মালদার ইংরেজবাজারে

জল সংকট তীব্র
  • 1/9

উৎসবের মরসুমে তীব্র পানীয় জল সংকটে পুর বাসিন্দারা। শনিবার সকাল থেকে পানীয় জলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসীরা।

 

জল সংকট তীব্র
  • 2/9

দীর্ঘদিন ধরেই এলাকায় পানীয় জলের পরিষেবা সঠিক না আসায় চরম সমস্যায় পড়েছে মালদার ইংরেজবাজার শহরের মালঞ্চপল্লি তুফানঘেরা এলাকার বাসিন্দারা।

জল সংকট তীব্র
  • 3/9

বারবার পুরসভা ও প্রশাসনকে জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। ফলে পানীয় জল সংগ্রহ করতে চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের।

জল সংকট তীব্র
  • 4/9

এলাকার অধিকাংশ পরিবারের আর্থিক অবস্থা ভাল না থাকায় জল কিনেও খেতে পারছেন না। কোন অবস্থায় পুজোর আগে এলাকার পানীয় জলের সুব্যবস্থা দাবি তুলছেন বাসিন্দারা।

জল সংকট তীব্র
  • 5/9

স্থানীয় সূত্রে জানা গিয়েছে তুফান ঘেরা এলাকায় প্রায় ৫০০ টি পরিবারের বসবাস। এই ৫০০ টি পরিবারের জন্য পুরসভার পক্ষ থেকে এলাকায় তিনটি পানীয় জলের ট্যাপ কল তৈরি করা হয়।

জল সংকট তীব্র
  • 6/9

তবে তৈরীর পর থেকে ট্যাপ কলের কোনো সংস্কার হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। বর্তমানে দুটি ট্যাপ কলে একেবারেই জল পড়ে না।

জল সংকট তীব্র
  • 7/9

এইমাত্র ট্যাপ কল জল পড়ছে‌। ফিনকি সুতোর মতো জল পড়ছে কল দিয়ে।  জল সংগ্রহ করতে গিয়ে নিজেদের মধ্যে হুড়োহুড়ি বিবাদ সৃষ্টি হচ্ছে। লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থেকেও অনেকে জল পাচ্ছেনা।

 

জল সংকট তীব্র
  • 8/9

এমন পরিস্থিতিতে অন্যান্য এলাকা থেকে পানীয় জল সংগ্রহ করতে হয় এই এলাকার বাসিন্দাদের। জোর আগে এলাকার পানীয় জলের সুব্যবস্থার দাবি তুলেছেন বাসিন্দারা।

জল সংকট তীব্র
  • 9/9

করোনায় এমনিতেই পরিস্থিতি অত্যন্ত খারাপ। তার উপর জল সরবরাহ ঠিক না হলে এমনিতেই পুজো মাথায় উঠবে বলে মনে করছেন বাসিন্দারা।