ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব (Cyclone Gulab)। এর প্রভাবে বৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। এখন প্রশ্ন কী এই সাইক্লোন গুলাব? কারা এর নাম দিল?
এই ঝড়ের নাম দিয়েছে পাকিস্তান। বিভিন্ন সময় বিভিন্ন দেশ ঝড়ের নাম দিয়ে থাকে। এবার নাম দিয়েছে পাকিস্তান।
ইতিমধ্যেই ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টি হতে পারে। বইবে ঝোড়ো হাওয়াও।
গোপালপুরের কাছে কলিঙ্গপত্তনমে রবিবার বিকেল ৩টে থেকে ৫টার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় গুলাব।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ১২ ঘণ্টায় এই প্রক্রিয়া আরও জোরালো হবে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ওড়িশার দক্ষিণে ব্রহ্মপুর এবং অন্ধ্রপ্রদেশের উত্তরে বিশাখাপত্তনমের মাঝ বরাবর কলিঙ্গপত্তনমের উপর দিয়ে স্থলভাগ অতিক্রম করবে গুলাব। যার জেরে দুই মেদিনীপুরেও বৃষ্টি হতে পারে।