scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

চিতাবাঘের চামড়া পাচার করতে গিয়ে শিলিগুড়িতে বন দফতরের জালে ২ দুষ্কৃতী

চিতাবাঘের চামড়া উদ্ধার
  • 1/7

গোপন সূত্রে অভিযোগের ভিত্তিতে ওঁত পেতে থেকে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের চামড়া পাচার আটকে দিল বন দফতর। ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করল বেলাকোবা রেঞ্জের আধিকারিককেরা।

চিতাবাঘের চামড়া উদ্ধার
  • 2/7

ধৃতদের রবিবার আদালতে পাঠানো হবে। এই পাচার চক্রের পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বনবিভাগ।

চিতাবাঘের চামড়া উদ্ধার
  • 3/7

বনদপ্তর সূত্রে খবর, গোপন সূত্রে খবরের ভিত্তিতে জলপাইমোড় সংলগ্ন এলাকায় বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালায় বেলাকোবা বনবিভাগ।

Advertisement
চিতাবাঘের চামড়া উদ্ধার
  • 4/7

এরপর সন্দেহভাজন একটি চারচাকা গাড়িতে তল্লাশী চালিয়ে গাড়তে থাকা একটি স্কুল ব্যাগ থেকে এই চিতাবাঘের চামড়া উদ্ধার করা হয়।

চিতাবাঘের চামড়া উদ্ধার
  • 5/7

জানা গিয়েছে,  ধৃতরা হল পাসাং লামা (৩৯), সিরিং তামাং (৩৫)। দুজনেই দার্জিলিং এর বাসিন্দা। ধৃতরা ওই চিতা বাঘের চামড়া দার্জিলিং থেকে নিয়ে এসেছিল বলে জানা গিয়েছে।

চিতাবাঘের চামড়া উদ্ধার
  • 6/7

শিলিগুড়ি হয়ে কোথায় পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল, তা খতিয়ে দেখছে বন বিভাগের আধিকারিকরা। তবে ভিন রাজ্যে পাচারের ছক ছিল বলে তাঁদের প্রাথমিক অনুমান।  

 

চিতাবাঘের চামড়া উদ্ধার
  • 7/7

ধৃতরা জেড়ায় স্বীকার করেছে যে, চিতাবাঘটিকে দার্জিলিং-এর পাহাড়ের গায়ে জাল পেতে ধরা হয়েছিল। এরপর বাঘটিকে মেরে তার গায়ে থেকে চামড়া খুলে পাচারের উদ্দেশ্যে শিলিগুড়ি আনা হচ্ছিল। সম্পূর্ণ ঘটনার তদন্তে বন বিভাগ।

Advertisement