scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

Snake : জলপাইগুড়ির হাসপাতালে ফোঁসফোঁস শব্দ, কাছে যেতেই সে কী কাণ্ড!

হাসপাতালে
  • 1/9

জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি হাসপাতালে সাপের আতঙ্ক। হাসপাতালে হাসপাতালে ভ্যাকসিন রাখার ঘরের ভেতর থেকে ফোঁসফোঁস শব্দ। এর কিছু পরেই নজরে আসে ভ্যাকসিন ঘরের বারান্দায় কিছু একটা গোখরোঘোরাফেরা করছে। 

গোখরো
  • 2/9

পরে প্রায় পাঁচ ফুট লম্বা গোখরো সাপ বেরিয়ে আসে ঘর থেকে। নিমিষেই আতঙ্ক ছড়িয়ে পরে হাসপাতালে। আতঙ্ক ছড়িয়ে যায় ধূপগুড়ি হাসপাতালে। প্রচুর মানুষ সেখানে ভিড় করেন। 

সাপটিকে
  • 3/9

হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর আত্মীয়রা প্রথম সাপটিকে দেখতে পায়।  রোগীর আত্মীয়দের বসার জন্য হাসপাতালের ভেতরে যেখানে ওয়েটিং বেঞ্চ করা হয়েছে,  তার পেছনে সেই গোখরা সাপ নজরে আসে। 

Advertisement
ঘোরাফেরা
  • 4/9

ভ্যাকসিন ঘর থেকে সাপটি  বেরিয়ে হাসপাতাল ক্যাম্পাসের ভেতর ঘোরাফেরা করতে শুরু করে । 
 

রীতিমতো
  • 5/9

এদিকে সাপের খবর ছড়িয়ে পড়তেই রোগীর আত্মীয় পরিজন, হাসপাতাল কর্মীদের মধ্যে রীতিমতো হুলুস্থুল কাণ্ড।

সদস্যদের
  • 6/9

শেষমেষ সাপ ধরতে ডাক পড়ে পরিবেশপ্রেমী সংস্থা ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার অরগানাইজেশনের সদস্যদের। 

হাসপাতাল
  • 7/9

শেষমেষ দীর্ঘক্ষণের প্রয়াসে বিষধর সাপটিকে বস্তাবন্দি করা সম্ভব হয়। সাপ উদ্ধারের পর আতঙ্ক মুক্ত হয় গোটা হাসপাতাল চত্বর।

Advertisement
বিষধর
  • 8/9

গরম পড়তেই শহরের বিভিন্ন এলাকায় বিষধর সাপের উপদ্রব বাড়ছে। কোথাও না কোথাও দেখা মিলছে বিষধর সাপের।

পরিবেশপ্রেমী
  • 9/9

 আর প্রতিবারই সাপ ধরতে ডাক ডাক পরছে বিভিন্ন পরিবেশপ্রেমী সংস্থার। উদ্ধার হওয়া সাপটি বনদফতরের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
 

Advertisement