scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

আমরাই কাপ ঘরে তুললাম, আর্জেন্টিনার জয়ে উৎসব শিলিগুড়িতে

কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, উচ্ছ্বাসে ভাসছে শিলিগুড়ি
  • 1/7

শিলিগুড়ি শহরের রং এখন নীল-সাদা। এমনিতেই সরকারি বিভিন্ন অফিস কার্যালয় এবং সম্পত্তি নীল সাদা রঙে রঙিন হয়েছে অনেক দিনই।

কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, উচ্ছ্বাসে ভাসছে শিলিগুড়ি
  • 2/7

তবে এ নীল-সাদার রং আলাদা। চাপানো নয়, স্বতস্ফূর্ত। লাতিন আমেরিকান ফুটবলের মহাযজ্ঞ কোপা আমেরিকা জয় করেছে প্রিয় দল আর্জেন্টিনা।

কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, উচ্ছ্বাসে ভাসছে শিলিগুড়ি
  • 3/7

তাই পথে নেমে উচ্ছ্বাসে ভাসল শিলিগুড়ি শহরের আর্জেন্টিনা সর্মথকরা। আর্জেন্টিনার নীল-সাদা জার্সির আদলে কেক বানিয়ে নিজেরা খেলেন, অন্যদের বিতরণ করলেন।

Advertisement
কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, উচ্ছ্বাসে ভাসছে শিলিগুড়ি
  • 4/7

এমনিতে শিলিগুড়ি সারা বছর বিভক্ত থাকে ইস্টবেঙ্গল-মোহনবাগানে। তবে লাতিন আমেরিকান ফুটবলকে কেন্দ্র করে বিরল মুহূর্তে এক হলেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে সমর্থকরা। এখানে তাই তারা কেউ সবুজ মেরুন কিংবা লাল-হলুদ নন, শুধুই নীল-সাদা।

কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, উচ্ছ্বাসে ভাসছে শিলিগুড়ি
  • 5/7

ঢাক পিটিয়ে, উচ্ছ্বাস করে, জার্সি খুলে, পতাকা উড়িয়ে শহরের অলিগলি পরিক্রমা করলেন তাঁরা। আর্জেন্টিনা সমর্থক সৌরভ দাস  জানালেন মনে হচ্ছে যেন আমরাই কাপ ঘরে তুলেছি। মারাদোনার চলে যাওয়ার বছরেই এই কাপ ফুটবল রাজপুত্রকে উপহার।

কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, উচ্ছ্বাসে ভাসছে শিলিগুড়ি
  • 6/7

আরো এক সমর্থক স্বস্তিক সাহা জানিয়ে দিলেন কোপা জিতেছে। কিন্তু এটা সবে সেমিফাইনাল। মূল লক্ষ্য আগামী কাতার বিশ্বকাপ ঘরে তুলে ষোল আনা আনন্দ করা। ততদিন পর্যন্ত বাকি উচ্ছ্বাস তোলা থাকল।

কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, উচ্ছ্বাসে ভাসছে শিলিগুড়ি
  • 7/7

শিলিগুড়ির বাঘাযতীন পার্ক, কলেজ চত্বর থেকে হিলকার্ট রোড, সেবক রোড, বিধান রোড সহ বিভিন্ন জায়গায় লা আলবিসেলেস্তের সমর্থনে গলা ফাটাতে দেখা গিয়েছে অনেককে। তবে ব্রাজিলের সমর্থকরা এদিন ছিলেন শোকে মুহ্যমান।

Advertisement