scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: ডিসেম্বর থেকেই থিতু হবে শীত, তাপমাত্রা কমছে উত্তরবঙ্গে

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 1/8

উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা শীতের বাতাস বাংলায় ঢুকছে। যাতে তাপমাত্রা সামান্য বেড়েছে রাজ্যে। যদিও তার প্রভাব উত্তরবঙ্গে নেই। এখানে শীতল আবহাওয়া বজায় থাকবে। 

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 2/8

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পতন জারি থাকবে। শীত পড়ে গিয়েছে। আরও জাঁকিয়ে শীত পড়ছে।

 

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 3/8

শনিবার দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৮ নভেম্বর অর্থাৎ সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

Advertisement
উত্তরবঙ্গের আবহাওয়া
  • 4/8

আগামী ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 5/8

দার্জিলিংয়ের তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে কয়েকদিন হল। ১৫ ডিগ্রিতে নেমেছে শিলিগুড়িও। যা আবহাওয়া বিশেষজ্ঞদের মতে শীতের আধিকারিকভাবে মাপকাঠি।

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 6/8

উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির মধ্যে কোচবিহার ১৩.৭ দার্জিলিং ৯.৪, কালিম্পং ১১.৮,মালদহ ১৭.৬ শিলিগুড়ি ১৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 7/8

অন্যদিকে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে থিতু হতে চলেছে ঠান্ডা বলে জানানো হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তুরে হাওয়া অবাধে প্রবেশ করবে। 

 

Advertisement
উত্তরবঙ্গের আবহাওয়া
  • 8/8

বাতাসে জলীয়বাষ্প ক্রমশ কমছে। আবহাওয়া শুষ্ক থাকবে আগামী কয়েকদিন। আগামী চার-পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে আমেজ বজায় থাকবে শীতের।

Advertisement