জমি সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী বন্ধুকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল অপর এক বন্ধুর বিরুদ্ধে। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও জখম ব্যাক্তির পরিবারের লোকজন অভিযুক্তকে কড়া শাস্তির দাবি জানিয়েছে।
শনিবার ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার মোহনপুর বাসস্ট্যান্ড এলাকায়। আক্রান্ত জমি ব্যবসায়ী এসকে নিজাম গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। আক্রান্ত নিজাম একজন জমি ব্যবসায়ী। সেই সংক্রান্ত ঝামেলার জেরে তাঁকে মারধর করা হয়। তাঁর দাবি, তাঁকে খুনই করতে চেয়েছিল অভিযুক্ত সায়েদ মমতাজ।
এসকে নিজাম পুলিশকে অভিযোগ জানিয়েছেন, তাঁকে লোহার রড দিয়ে পিটিয়ে মারার চেষ্টা চালিয়েছে সায়েদ মমতাজ। কয়েক মাস আগে মোহনপুর এলাকায় তিনি এবং তাঁর বন্ধু সায়েদ মমতাজ দুজনে পার্টনারশিপে দুই লক্ষ টাকা দিয়ে জমি কিনেছিলেন। কিন্তু সেই জমির কাগজ সায়েদ মমতাজ তার স্ত্রীর নামে করিয়ে নেয়। এ নিয়ে দুজনের মধ্যে বিবাদ তৈরি হয়। নিজাম তার লগ্নি করা টাকা ফেরত দিয়ে দিতে বলে। কিন্তু সায়েদ সেই টাকা দেয়নি।
এর পরবর্তীতে পার্টনারশিপের টাকা চাইতে গেলে সেটি দিতে অস্বীকার করে সে। এদিন রাতে কাজ থেকে বাড়ি ফেরার সময় মোহনপুর স্ট্যান্ডে একটি চায়ের দোকানের সামনেই তার উপর অতর্কিত হামলা চালায় অভিযুক্ত সায়েদ মমতাজ। পুরো ঘটনাটি নিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন আক্রান্ত জমি ব্যবসায়ী এসকে নিজাম। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।