scorecardresearch
 

উত্তরবঙ্গে করোনা পরিস্থিতিতে স্থিতি, লাগাতার সুস্থতার হার বাড়ছে

শনিবার শেষ ২৪ ঘন্টার মৃতের সংখ্যা ছিল ১৫। রবিবার একজন বেড়ে দাঁড়াল ১৬। লাগামছাড়া সংক্রমণ বেশ কয়েকদিন ধরেই নিয়ন্ত্রণে এসেছে। গত কয়েকদিন ধরে আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে যাচ্ছে সুস্থতার সংখ্যা। রবিবার শেষ ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যাকে প্রায় দেড় গুণ পিছনে ফেলেছে।

Advertisement
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল
হাইলাইটস
  • সংক্রমণে স্থিতি উত্তরবঙ্গে
  • করোনায় মৃতের সংখ্যা ১৬
  • টিকা নিয়ে বিভ্রান্তি চারিদিকে

স্বস্তি ফিরছে উত্তরে

শনিবার শেষ ২৪ ঘন্টার মৃতের সংখ্যা ছিল ১৫। রবিবার একজন বেড়ে দাঁড়াল ১৬। লাগামছাড়া সংক্রমণ বেশ কয়েকদিন ধরেই নিয়ন্ত্রণে এসেছে। গত কয়েকদিন ধরে আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে যাচ্ছে সুস্থতার সংখ্যা। রবিবার শেষ ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যাকে প্রায় দেড় গুণ পিছনে ফেলেছে।

মৃতের পরিসংখ্যান

উত্তরবঙ্গে শেষ ২৪ ঘন্টায় মৃত ১৬ জনের মধ্যে ৬ জন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে, ৪ জন রায়গঞ্জের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। বাকি ৬ জন জলপাইগুড়ি জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।

আক্রান্তের খতিয়ান

অন্যদিকে আক্রান্ত সংখ্যার মধ্যে উত্তরবঙ্গের আটটি জেলায় ৬৭ জন আলিপুরদুয়ার, ২২২ জন কোচবিহার, ২৭৩ জন দার্জিলিং, ৮ জন কালিম্পং, ৩৮৫ জন জলপাইগুড়ি, ১১১ জন উত্তর দিনাজপুর, ১১৭ জন দক্ষিণ দিনাজপুর, ১৮০ জন মালদাতে নতুন করে আক্রান্ত হয়েছেন।শিলিগুড়ি এলাকাতেও আক্রান্তের সংখ্যা কমেছে।

সুস্থতার হার

অন্যদিকে সুস্থতার হারের মধ্যে আলিপুরদুয়ারে ১৩৫ জন, কোচবিহারে ২৪৪ জন, দার্জিলিংয়ের ৪০১ জন, কালিম্পং এ ৫৫ জন, জলপাইগুড়ি ৫০১ জন, উত্তর দিনাজপুরে ১৯৬ জন, দক্ষিণ দিনাজপুরে ১৪৬ জন এবং মালদায় ১৮৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

টিকা নিয়ে বিভ্রান্তির অভিযোগ

এ দিকে বালুরঘাটের টিকাকরণ নিয়ে বিভিন্ন জায়গায় বিভ্রান্তি চরমে উঠেছে। সঠিক তথ্যের জন্য হেল্পলাইন চালুর দাবি উঠেছে বালুরঘাটে। অনলাইনে রেজিস্ট্রেশনের নতুন নিয়ম বদলে যাওয়ায় সাধারণ মানুষের পক্ষে তা বোঝা অসম্ভব হয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে।

টিকা কবে, হা পিত্যেশ জনতা

টিকা বিভিন্ন জায়গায় অমিল। শিলিগুড়ি শহরে কবে টিকা আসবে তা নিয়ে হা পিত্যেশ করে বসে আছেন সাধারন মানুষ। বহু লোকের টিকা পাওয়া হয়নি। অনেকে একটা পেয়েছেন, দ্বিতীয় টেস্টের জন্য ঘুরে বেড়াচ্ছেন।

Advertisement

 

Advertisement