scorecardresearch
 

স্বাস্থ্য কর্মীদের জন্য কার্শিয়াংয়ে সেফ হোমের আশ্বাস সাংসদ রাজুর

কার্শিয়াং হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুললেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। এমনকী সারা দিন ডিউটি করে ডাক্তার ও নার্সরা থাকার জায়গা পান না। এমন অভিযোগ তুলে তিনিই স্বাস্থ্য কর্মীদের জন্য সেফ হোমের ব্যবস্থা করবেন বলে জানান। 

Advertisement
সাংসদ রাজু বিস্তা সাংসদ রাজু বিস্তা
হাইলাইটস
  • স্বাস্থ্য কর্মীদের থাকার জায়গা নেই
  • সেফ হোমের ব্যবস্থা করবেন সাংসদ
  • স্বাস্থ্যকর্মীদের প্রশংসা

স্বাস্থ্য কর্মীদের থাকার পরিকাঠামো নিয়ে প্রশ্ন সাংসদের

কার্শিয়াং হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুললেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। এমনকী সারা দিন ডিউটি করে ডাক্তার ও নার্সরা থাকার জায়গা পান না। এমন অভিযোগ তুলে তিনিই স্বাস্থ্য কর্মীদের জন্য সেফ হোমের ব্যবস্থা করবেন বলে জানান। 

সাংসদের কার্শিয়াং হাসপাতাল পরিদর্শন

এদিন কার্শিয়াং হাসপাতালে যান সাংসদ রাজুবাবু। সঙ্গে ছিলেন সদ্য বিজয়ী স্থানীয় বিজেপি বিধায়ক বিপি বাজগাইন।  এদিন কার্শিয়াং মহকুমা হাসপাতাল পরিদর্শন করে তিনি জানান, কোভিড পরিস্থিতিত্ সেখানে কি অবস্থা এবং এখনও পর্যন্ত সরকারি স্তরে নেওয়া পদক্ষেপগুলির সুবিধা স্থানীয়রা পাচ্ছে কি না, তা দেখতেই এদিনের অভিযান। তাঁরা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট, চিকিৎসক, নার্স এবং সেখানে কর্মচারীদের সাথে মত বিনিময় করেন।

ডাক্তার ও নার্সিদের প্রতি কৃতজ্ঞতা সাংসদের

এদিন পরিকাঠামোর ঘাটতি সত্ত্বেও যেভাবে কর্মীরা পরিষেবা প্রদানের জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে, তার জন্য হাসপাতালের সকল কর্মী, বিশেষত চিকিত্সক এবং নার্সদের কাছে কৃতজ্ঞ। হাসপাতালের মৌলিক সুযোগ-সুবিধার অভাব সত্ত্বেও, সমস্ত কর্মী লোকদের সর্বোত্তম সম্ভাব্য যত্ন ও কঠোর পরিশ্রম করছে বলে তাঁর দাবি।

সাংসদের অবদান

এদিন তিনি হাসপাতালে দুটি অক্সিজেন কনসেন্ট্রেটার, অক্সিমিটার, পিপিই কিট এবং মাস্ক দেন। কার্শিয়াং হাসপাতালের জন্য জীবন রক্ষার সরঞ্জাম এবং অক্সিজেন যন্ত্রপাতি লাগানো একটি অ্যাম্বুলেন্সও অনুমোদন করেছেন। দ্রুত এটির সরবরাহ করা হবে।

রাজুবাবুর অভিযোগের কাঠগড়ায় রাজ্য স্বাস্থ্য ব্যবস্থা

হাসপাতালের অবস্থা এমন ভয়াবহ অবস্থায় রয়েছে যে, কোভিড ওয়ার্ডে নিযুক্ত কর্মী ও নার্সদেরও দায়িত্ব পালনের পরে থাকার মতো জায়গা নেই। তাদের পরিবার থেকে ভাইরাস সংক্রমণের ভয়ে তাদের অনেকেই ডিউটি ​​শেষে বাড়ি ফিরে যেতে ভয় পান বলে অভিযোগ সাংসদের।

দ্রুত অবস্থার পরিবর্তন করতে হবে বলে তাঁদের

Advertisement

আমরা তাদের আশ্বাস দিয়েছি, যে আমরা নিশ্চিত করব যে আমরা হাসপাতালের নিকটবর্তী কোভিড ওয়ার্ডে কর্মরত নার্স এবং কর্মীদের একটি নিরাপদ বাড়ি সরবরাহ করব, যাতে তাদের পরিবারগুলি সুরক্ষিত এবং সুরক্ষিত থাকে।

 

Advertisement