scorecardresearch
 

Leopard Panic In Alipurduar: সকালে উঠোনে মিলছে চাপচাপ রক্ত, গায়েব হচ্ছে গবাদি পশু, আলিপুরদুয়ারে আতঙ্ক

Leopard Panic In Alipurduar: সকালে উঠতেই উঠোনে চাপচাপ রক্ত। কখনও কোনও চিহ্নও নেই। শুধু গোয়ালঘর থেকে উধাও হয়ে যাচ্ছে গরু, ছাগল, গায়েব হচ্ছে মুরগি। একদিন নয়, বারবার এমন ঘটছে। ব্যাপারখানা কী? এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আলিপুরদুয়ারের কুমারগ্রামে। রাত বাড়লেই আতঙ্কে হাড় হিম হয়ে আসছে এলাকাবাসীর।

Advertisement
চিতাবাঘ-ফাইল ছবি চিতাবাঘ-ফাইল ছবি
হাইলাইটস
  • সকালে উঠোনে মিলছে চাপচাপ রক্ত
  • গায়েব হচ্ছে গবাদি পশু
  • আলিপুরদুয়ারে চিতাবাঘের আতঙ্ক

Leopard Panic In Alipurduar: রাতে ঘুমিয়ে সকালে উঠতেই উঠোনে চাপচাপ রক্ত। কখনও কোনও চিহ্নও নেই। শুধু গোয়ালঘর থেকে উধাও হয়ে যাচ্ছে গরু, ছাগল, গায়েব হচ্ছে মুরগি। একদিন নয়, বারবার এমন ঘটছে। ব্যাপারখানা কী? এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আলিপুরদুয়ারের কুমারগ্রামে। রাত বাড়লেই আতঙ্কে হাড় হিম হয়ে আসছে এলাকাবাসীর।

চিতাবাঘের আতঙ্ক

আলিপুরদুয়ারের কুমারগ্রামের পুখুরিগ্রাম এলাকায় চিতাবাঘ আতঙ্কে রাত কাটছে এলাকাবাসীর। রহস্যজনকভাবে গ্রামের বেশ কিছু গবাদি পশুর উধাও হয়ে যাওয়ার খবর মিলছে। পরে নিঁখোজ পশুদের ছিন্ন ভিন্ন দেহ মেলায়  আতঙ্কিত হন কুমারগ্রামের বাসিন্দারা। গ্রামে চিতাবাঘের আগমন হয়েছে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় গবাদি পশুদের নিখোঁজ হওয়ার ঘটনা বাড়ছিল। চিতাবাঘের আক্রমণে এলাকার ২ টি ছাগলের মৃত্যু হয়েছে। এছাড়াও আরেকটি ছাগল নিখোঁজ। যার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুনঃ বিশ্বকাপে ফাইনালে যাবে কোন দুই দল? জ্যোতিষ-ভবিষ্যদ্বাণীতে শোরগোল

ঘটনার খবর পেয়ে পুখুরিগ্রামে গিয়ে খোঁজখবর শুরু করবে। বনবিভাগের কর্মীরা সমস্ত বিষয়টি খতিয়ে দেখেন বলে জানা গিয়েছে। শীত পড়তেই জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাচ্ছে বন্যপ্রাণীরা। যার জেরে চরম সমস্যায় পড়েছেন কুমারগ্রামের পুখুরিগ্রাম সহ অন্যান্য প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ। বনবিভাগের তরফে গবাদি মালিককে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে। স্থানীয়রা জানান, কিছুদিন থেকেই এলাকায় একটি চিতা বাঘ আনাগোনা করছে। পর পর বেশ কয়েকটি প্রাণীর মৃত্যুর ঘটনা অন্তত তাই প্রমাণ করে।

খাঁচা বসানোর দাবি

চিতা ধরতে পুখুরিগ্রাম এলাকায় খাঁচা বসানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, সন্ধ্যে নামলেই শিশুদের আর ঘরের বাইরে বেরোনো নিষেধ করে দিয়েছেন গ্রামবাসীরা। বেশিক্ষণ মাঠে গৃহপালিত পশুদেরও চড়াতে পারন না তারা। সন্ধে হলেই চিতাবাঘটি গ্রামে ঢুকে পড়ে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। চিতা বাঘের আতঙ্ক থেকে বাঁচতে কুমারগ্রাম রেঞ্জ অফিসেও অভিযোগ জানান স্থানীয়রা। রাতে এলাকায় বনকর্মীদের টহলদারির দাবি জানিয়েছেন তারা।

Advertisement

 

Advertisement