ইস্টার্ন রেলের তরফে দুরপাল্লার একাধিক এক্সপ্রেস ও মেল ট্রেনকে নতুন কিছু স্টেশনে স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। তবে আপাতত নতুন যে সব স্টেশনে এই সব ট্রেন দাঁড়াবে, সেগুলি সবকটি উত্তরবঙ্গের জন্য দেওয়া হয়েছে রেলের তরফে জানানো হয়েছে। এতে বহু স্টেশনের যাত্রীরা বাড়তি সুবিধা পাবেন। তাঁদের এতদিন নিকটবর্তী বড় স্টেশনে যেতে হতো। এখন থেকে হোম স্টেশনেই স্টপেজের সুবিধা পাবেন তাঁরা। খুশি ওই সমস্ত নতুন স্টেশনের যাত্রীদের মধ্যে। পাশাপাশি পর্যটনের ও প্রয়োজনীয় যাতায়াতের জন্যও এটি বাড়তি সুবিধা দেবে।
কোন কোন দূরপাল্লার ট্রেন কোন কোন স্টেশনে দাঁড়াবে
১. কোন কোন দূরপাল্লার ট্রেন কোন কোন স্টেশনে দাঁড়াবে, তার একটা তালিকা পূর্ব রেলের তরফে ঘোষণা করা হয়েছে।
২. শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস এখন থেকে ডালখোলা ও সামসি স্টেশনে দাঁড়াবে।
৩. পাশাপাশি কলকাতা-বালুরঘাট একলাখি এক্সপ্রেস রামপুর বাজার ও একলাখি স্টেশনে দাঁড়াবে।
৪. শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবার থেকে বিন্নাগুড়িতেও দাঁড়াবে।
৫. হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস বাড়তি মালদার সামসি ও ফালাকাটা স্টেশনে দাঁড়াবে।
৬. সেই সঙ্গে শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস এখন থেকে ময়নাগুড়ি স্টেশনে দাঁড়াবে।
৭. দিল্লি-কামাখ্যা ব্রহ্মপুত্র মেলও সামসি স্টেশনে স্টপেজ পেয়েছে।
৮. নিউ জলপাইগুড়ি-চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস আলুয়াবাড়ি রোড ও হরিশচন্দ্রপুরে বাড়তি স্টপেজ পাচ্ছে।
৯. ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস কোচবিহারের মাথাভাঙা স্টেশনে স্টপেজ পেয়েছে বলে জানিয়েছে রেল।
রেলের তরফ থেকে জানান হয়েছে চলতি মাসের ৬ তারিখে এই বর্ধিত স্টেশনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সাময়িকভাবে। তবে এখন আরও তিনমাসের বেশি এই স্টেশনগুলোতে দূরপাল্লার এক্সপ্রেস ও মেল ট্রেন দাঁড়াবে।
দেশের পরিবহণ ব্যবস্যয় গতি আনতে কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ করছে। তার মধ্যে রেল, সড়ক পথে ব্যাপক কানেক্টিভিটির উদ্য়োগ নিয়েছে তারা। তারই উদ্যোগ হিসেবে একের পর এক শহর, জনপদ, এলাকা জুড়ছে পরিবহণ মানচিত্রে।