scorecardresearch
 

Infiltrator Captured At Indo-Nepal Border Of Siliguri: ভুয়ো আধার কার্ড, শিলিগুড়িতে নেপাল সীমান্তে আটক নিউজিল্যান্ডের নাগরিক

Infiltrator Captured At Indo-Nepal Border Of Siliguri: ভুয়ো আধার কার্ড, শিলিগুড়িতে নেপাল সীমান্তে আটক নিউজিল্যান্ডের নাগরিক। তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement
শিলিগুড়ির পানিট্যাঙ্কি সীমান্তে ভারত-নেপাল সীমান্ত সংযোগকারী সেতু শিলিগুড়ির পানিট্যাঙ্কি সীমান্তে ভারত-নেপাল সীমান্ত সংযোগকারী সেতু
হাইলাইটস
  • শিলিগুড়িতে ভারত-নেপাল সীমান্তে গ্রেফতার নিউজিল্যান্ডের বাসিন্দা
  • ভুয়ো আধার কার্ড সহ পরিচয়পত্র পাওয়া গিয়েছে
  • আটক করা হয়েছে এক বাংলাদেশি নাগরিককেও

Infiltrator Captured At Indo-Nepal Border Of Siliguri: শিলিগুড়ি লাগোয়া নেপাল-ভারত সীমান্তে এসএসবি (সশস্ত্র সীমা বল)-এর হাতে গ্রেফতার হলেন এক নিউজিল্যান্ডে ও বাংলাদেশের নাগরিক। তাদের আটক করে সশস্ত্র সীমা বল (SSB)। অবৈধভাবে নেপাল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করলেন সীমান্তরক্ষীরা। ভারত-নেপাল সীমান্তে খড়িবাড়ির পানিট্যাঙ্কি এলাকা থেকে নিউজিল্যান্ড ও বাংলাদেশের ওই নাগরিককে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  সুইজারল্য়ান্ডকে বিশ্বকাপে কখনও হারাতে পারেনি ব্রাজিল, এবার পারবে?

এসএসবি ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত নিউজিল্যান্ডের বাসিন্দার নাম হল অ্যান্ড্রিউ জেমস এবং বাংলাদেশের বাসিন্দার নাম মহম্মদ নুরুল ইসলাম। নিউজিল্যান্ডের নাগরিককে তল্লাশি করে তাঁর কাছ থেকে কোনও পাসপোর্ট বা ভিসা পাওয়া যায়নি। তবে, তবে আশঙ্কার কথা হল, এটাই যে, তাঁর কাছ থেকে পাওয়া গেছে ভারতেরই পরিচয়পত্র। এর মধ্যে ছিল একটি আধার কার্ডও।

ধৃতদের গ্রেফতার করার পর খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। ধৃতদের শিলিগুড়ির আদালতে পেশ করা হয়েছে। খড়িবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় সীমান্তে মোতায়েন থাকা এসএসবি জওয়ানরা প্রথমে এই দু'জন বিদেশিকে আটক করে। নিউজিল্যান্ডের ওই বাসিন্দা পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে ভারতে এসেছিলেন বলে জানা গেছে। বাংলাদেশি নাগরিক মহম্মদ নুরুল ইসলামের সঙ্গে দেখা করতেই তিনি বর্ডার পার করেছিলেন, সেই দেখা করার সময়েই তাঁকে পাকড়াও করে ফেলেন এসএসবি জওয়ানরা। এরপর ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের রাতভর জেরা করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশির কাছে বৈধ কাগজপত্র থাকলেও নিউজিল্যান্ডের বাসিন্দার কাছে ভারতীয় পাসপোর্ট কিংবা ভিসা পাওয়া যায়নি। তবে, তাঁর কাছ থেকে ভারতীয় আধার কার্ড, প্যান কার্ডের সাথে একটি ড্রাইভিং লাইসেন্সও পাওয়া গেছে।

আরও পড়ুনঃ টলিউড-বলিউডে বিখ্যাত হতে চান? শুধু এই কাজটি করুন

Advertisement

সাধারণত, বেআইনিভাবে বর্ডার পার করে ভারতে ঢুকে পড়া বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে ভারতীয় ভোটার ও আধার কার্ড পাওয়া যায়। এবার, নিউজিল্যান্ডের এই নাগরিক বাংলাদেশিদের পদ্ধতি অবলম্বন করেই ভারতের ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ড বানিয়েছিলেন কিনা, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। কাদের সাহায্যে ওই নাগরিক ভারতের পরিচয়পত্র বানিয়েছিলেন, তাও জানার চেষ্টা করছে পুলিশ। আদালতে ধৃতদের পুলিশ হেফাজতে আবেদন জানানো হয়েছে।

 

Advertisement