scorecardresearch
 

North Bengal Weather Today: ফের ধস পাহাড়ে, উত্তরের তিন জেলায় অতিবর্ষণের আশঙ্কা

North Bengal Weather Today: ফের ধস পাহাড়ে, কয়েক ঘন্টার মধ্যে তুমুল বর্ষণের পূর্বাভাস উত্তরবঙ্গে। ফের সতর্কতা বিভিন্ন এলাকায়।

Advertisement
ফের ভাসবে উত্তরবঙ্গ, পূর্বাভাস ফের ভাসবে উত্তরবঙ্গ, পূর্বাভাস
হাইলাইটস
  • কয়েক ঘন্টার মধ্যে তুমুল বর্ষণের পূর্বাভাস উত্তরবঙ্গে
  • ফের ধস নেমে অবরুদ্ধ ১০ নম্বর জাতীয় সড়ক
  • বৃষ্টি চলবে আরও কয়েকদিন

রবিবার বিকেলে ফের ধস নামলো পাহাড়ে। শিলিগুড়ি থেকে সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কের বিরিকদাড়ায় বিকেলে ধস নামে। তাতে ফের শিলিগুড়ি-সিকিম প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে যায়। রাত পর্যন্ত রাস্তা খুলে যান চলাচল স্বাভাবিক হয়নি।

ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ২৭ জুন সোমবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই জেলাগুলিতে ভারী বৃষ্টি

বাকি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাধারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ জুন মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

হাল্কা থেকে মাঝারি বৃষ্টি

বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তর দিনাজপুর, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বিক্ষিপ্ত এলাকায় হাল্কা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

মঙ্গলবার তুমুল বৃষ্টি

তবে মঙ্গলবারেই জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা কম, আর্দ্রতা বেশি

উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত কোথাও দিনের তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই। মোটামুটি ৩০ ডিগ্রির আসপাশেই থাকবে তাপমাত্রা। দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ে ২০ ডিগ্রির বেশি যাবে না। তবে বৃষ্টি থেমে থাকলে বাতাসের আর্দ্রতা অস্বস্তিতে ফেলবে। বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকায়।
 

 

Advertisement