ব্ল্যাক ফাঙ্গাসের থাবা উত্তরবঙ্গে, উপসর্গ নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি মহিলা
কলকতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের পর এবার উত্তরবঙ্গে থাবা বসলো ব্ল্যাক ফাঙ্গাস। শনিবার রাতে শিলিগুড়ির পৌরনিগমের ৩ নম্বর ওয়ার্ডের প্রধাননগর এলাকার এক মহিলা মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস রোগের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের এই মুহূর্তে তার চিকিৎসা চলছে।
করোনায় রক্ষা নেই দোসর ব্ল্যাক ফাঙ্গাস
করোনার আতঙ্ক এখনও মানুষের পিছনে ছাড়েনি। তার ওপর আবার নতুন করে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রমণের ঘটনায় হতভম্ব শিলিগুড়ি। সম্প্রতি কলকাতাতে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের হদিশ মিলেছে। তবে এবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে থাবা ব্ল্যাক ফাঙ্গাসের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ইএনটি ইনডোর বিভাগে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ নিয়ে ভর্তি রয়েছে এক মহিলা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা ১৫ থেকে ২০ দিন আগে করোনা থেকে সুস্থ হয়েছিলেন। কিন্তু ওই মহিলার মধুমেহ বা ডায়াবেটিস রয়েছে। শনিবার রাতে আচমকা ওই মহিলার শারিরীক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। তড়িঘড়ি তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
কি কি লক্ষণ দেখা গিয়েছে
মহিলার চোখ, গাল, পিঠ, হাত, পা ফুলে রয়েছে এবং কালো হয়ে রয়েছে। ব্ল্যাক ফাঙ্গাসের যে সমস্ত উপসর্গ থাকার কথা সেসব উপসর্গ ওই মহিলার শরীরে রয়েছে। মহিলাকে ইএনটি ইন্ডোরে ভর্তি রেখে চিকিৎসা করা হচ্ছে। মহিলার লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য ভাইরাস রিসার্চ এন্ড ডায়গনস্টিক ল্যাবোরেটরিতে পাঠানো হয়েছে।
মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের স্বীকার
ওই বিষয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, "ওই মহিলার ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ রয়েছে। চিকিৎসা শুরু হয়েছে।" এমনিতেই শিলিগুড়িতে করোনার গ্রাফ উর্ধমুখী। গড়ে প্রতিদিন করোনায় অন্তত তিনশো জন সংক্রমিত হচ্ছেন। মারা যাচ্ছেন প্রতিদিন অন্তত আট থেকে দশ জন। করোনার মাঝেই এবার ব্ল্যাক ফাঙ্গাসের মতো রোগ থাবা বসানোয় যথেষ্ট চিন্তিত চিকিৎসকমহল।