scorecardresearch
 

বাড়িতেই অক্সিজেন পৌঁছবে বালুরঘাটের সাংসদের অক্সিজেন অ্যাম্বুল্যান্স

করোনা আক্রান্ত হয়ে বাড়িতে ? অক্সিজেন প্রয়োজন? পৌঁছনোর লোক নেই। মুস্কিল আসানে হাজির বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। এলাকার মানুষের জন্য চালু করে দিলেন ভ্রাম্যমান অক্সিজেন অ্যাম্বুল্যান্স।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • ঘরে বসেই রোগীকে অক্সিজেন
  • বিনামূল্যে পরিষেবা
  • গোটা জেলাতেই ভবিষ্যত পরিকল্পনা

করোনা আক্রান্ত হয়ে বাড়িতে ? অক্সিজেন প্রয়োজন? পৌঁছনোর লোক নেই। মুস্কিল আসানে হাজির বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। এলাকার মানুষের জন্য চালু করে দিলেন ভ্রাম্যমান অক্সিজেন অ্যাম্বুল্যান্স।

করোনা রোগীদের স্বার্থে এগিয়ে এলেন তিনি

প্রতিদিন জেলায় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণের সংখ্যা। ব্যাপক ভাবে বেড়েছে অক্সিজেনের চাহিদা। হাসপাতালে বেড নেই। এই পরিস্থিতিতে মানুষকে সাহায্য কর‍তে এগিয়ে এলেন দক্ষিন দিনাজপুর জেলার বিজেপি সাংসদ ডঃ  সুকান্ত মজুমদার। নিজের উদ্যোগে তিনি শুরু করলেন ভ্রাম্যমান অক্সিজেন পরিষেবা।

পরিষেবার উদ্বোধন করলেন নিজেই

শনিবার দুপুরে বালুরঘাট শহরের দলের জেলা কার্যালয় থেকে তিনি এই পরিষেবার উদ্বোধন করে সাংসদ জানান, করোনা রোগীদের অক্সিজেন চাহিদা বাড়ার পাশাপাশি অনেক রোগীকে বাড়ি থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হতে যাওয়ার সময় অক্সিজেনের প্রয়োজন দেখা দেয়। এবার থেকে  ফোন করলেই নিঃশুল্ক ভাবে এই ভ্রাম্যমান  গাড়ি  করে তাদের অক্সিজেন সহ হাসপাতালে পৌছে দেবে অ্যাম্বুল্যান্স। পাশাপাশি বাড়িতে গিয়েও তারা রোগীকে অক্সিমিটার দিয়ে চেক করে করোনা রোগীদের অক্সিজেন পরিষেবা দেবেন বলে সাংসদ জানান।

আপাতত বালুরঘাট এলাকাতেই মিলবে পরিষেবা

আপাতত এই পরিষেবা তারা বালুরঘাট ও তার আশ পাশ অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ রাখছেন। তবে ইতিমধ্যে তিনি তার সাংসদ কোটা থেকে তপনের একটি মন্দির কতৃপক্ষকে একটি অ্যাম্বুল্যান্স প্রদান করেছেন। ওই অঞ্চলের জনগনের জন্য। পরবর্তীতে এ এই পরিষেবা যাতে জেলার সব এলাকায় করা যায় তার ব্যবস্থা তারা করার চেষ্টা চালাচ্ছেন বলে সুকান্ত মজুমদার জানান। তিনি বলেন গাড়ির মধ্যে অক্সিজেন সিলিন্ডার থাকবে৷ যাঁর প্রয়োজন হবে নির্দিষ্ট মোবাইল নম্বরে ফোনে করলে ওই গাড়ি পৌছে যাবে তাঁর বাড়িতে।

উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক ও নেতৃবৃন্দ

কোভিড সতর্ক বিধি মেনে আজকের ভ্রাম্যমান অক্সিজেন সিলিন্ডার পরিষেবা উদ্বোধনে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী ও জেলা বিজেপির সভাপতি বিনয় বর্মন সহ অনান্য নেতৃবৃন্দ।

Advertisement

 

Advertisement