তামিলনাড়ুতে চপার দুর্ঘটনায় নিহত দেশের সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের নিরাপত্তারক্ষী দার্জিলিংয়ের বাসিন্দা শহিদ সৎপাল রাইয়ের কফিনবন্দি দেহ পৌঁছল শিলিগুড়িতে। রবিবার দুপুরে সেনাবাহিনীর বিশেষ বিমানে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে আনা হয় শহিদ সেনা জওয়ানে মৃতদেহ। এরপর সেখানে থেকে ব্যাংডুবি সেনা ছাউনিতে তাঁকে সেনাবাহিনীর তরফে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। সেখান থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর বাড়ি দার্জিলিংয়ের তাকদা এলাকায়। জানা গিয়েছে আগামীকাল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এবং রাই সম্প্রদায়ের রীতিনীতি মেনে শহিদ সৎপাল রাইয়ের শেষকৃত্য সম্পন্ন হবে। শহীদ গোর্খাসেনাকে শেষ বারের মত একবার দেখতে অধীর আগ্রহে রয়েছেন পাহাড়বাসী।
Martyred Satpal Rai's body reaches at Takdah