scorecardresearch
 

Darjeeling Cheapest Tour Plan: দার্জিলিং গিয়ে ফিরে আসুন কলকাতায় মাথা পিছু ১৫০০ টাকায়

Darjeeling Cheapest Tour Plan: দার্জিলিং গিয়ে ফিরে আসুন কলকাতায় মাথা পিছু ১৫০০ টাকায়

শীতে কাঁপছে উত্তরবঙ্গ। দার্জিলিংয়ে গিয়ে খোলা জায়গায় দাঁড়ানো যাচ্ছে না মোটা শীতপোশাক-জ্যাকেট পরেও। তুষারপাত হতে পারে যে কোনও সময়। আর তার মধ্যেই শীতের আনন্দ উপভোগ করতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। আর ফলে হোটেল-গাড়ি সর্বত্র চড়া ভাড়া হাঁকা হচ্ছে। আর বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তবে সঠিক উপায় জানা থাকলে এই মাগ্যি গণ্ডার বাজারেও খুব সস্তায় ঘুরে আসা সম্ভব। একজনের মাথা পিছু খরচ হবে মাত্র ১৫০০ টাকারও কম। আসুন জেনে নিই।

Darjeeling Cheapest Tour Plan within 1500 rupees.