Advertisement

Darjeeling Zoo: দেশের সেরা চিড়িয়াখানার মর্যাদা দার্জিলিং জু-এর, খুশির হাওয়া উত্তরে

দেশের ১৫০ টি চিড়িয়াখানাকে টপকে সেরা চিড়িয়াখানার তকমা পেল দার্জিলিং চিড়িয়াখানা। দেশের চিড়িয়াখানাগুলিকে নিয়ে র‍্যাঙ্কিং সিস্টেম চালু করল জাতীয় চিড়িয়াখানা নিয়ামক সংস্থা ‘সেন্ট্রাল জু অথরিটি অব ইন্ডিয়া’। এবারই প্রথম র‍্যাঙ্কিং ব্যবস্থা চালু করার পরই প্রথমবারই র‍্যাঙ্কিংয়ে ১ নম্বর স্থান পেল শৈলরানি দার্জিলিং চিড়িয়াখানা।প্রথম বারই বাজিমাত করায় খুশি জিটিএ থেকে পর্যটন সার্কিট। পুজোর মুখে ভরা মরশুমে এটি বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করছেন তাঁরা।

darjeeling padmaja naidu himalayan park ranked no 1 in the whole country

Advertisement
POST A COMMENT