scorecardresearch
 

Darjeeling Alternative Route: দার্জিলিংয়ে পৌঁছনোর বিকল্প রাস্তা হচ্ছে তিস্তাবাজার থেকে

Darjeeling Alternative Route: দার্জিলিংয়ে পৌঁছনোর বিকল্প রাস্তা হচ্ছে তিস্তাবাজার থেকে

শিলিগুড়ি থেকে কার্শিয়াং-টুং-সোনাদা-ঘুম হয়ে দার্জিলিংয়ে পৌঁছনোর রাস্তার চাপ কমাতে ও বিপদের সময় অন্য বিকল্প পথ চালু রাখতে অলটারনেটিভ রুট তৈরি করতে চলেছে দার্জিলিং জেলা প্রশাসন। 'ঘুম' এড়িয়ে দার্জিলিংয়ের পৌঁছনোর জন্য বিকল্প রাস্তা ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে।

New Alternative Route For Darjeeling