scorecardresearch
 
Advertisement

Elephant Stuck in Jalpaiguri: তিস্তাপাড়ে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে হাতির পাল, কেন?

Elephant Stuck in Jalpaiguri: তিস্তাপাড়ে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে হাতির পাল, কেন?

শুক্রবার সকালে জলপাইগুড়ি জেলার গজলডোবায় তিস্তা নদীর পাশের ঝোপে শাবকসহ ৪০টি হাতির একটি দল ১০ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে ছিল। জানা যায়, হাতির পালটি বৈকুণ্ঠপুর বন বিভাগের তরঘেরে রেঞ্জের দিকে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বনকর্মীরা। হাতির পাল দেখতে ভিড় জমে যায় মুহূর্তে।

A group of 40 elephants including cubs were stuck for over 10 hours in the bushes of the Teesta river bed at Gajoldoba in Jalpaiguri district this morning

Advertisement