পূর্ণাঙ্গ বিমানবন্দর পেতে চলেছে উত্তরবঙ্গ। আলিপুরদুয়ার জেলার হাসিমারায় বায়ুসেনার বিমানঘাঁটিকে কেন্দ্র করেই এই বিমানবন্দর গড়ে তোলা হবে বলে জানা গিয়েছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া রাজ্য সরকারের কাছে জমি চেয়ে চিঠি পাঠিয়েছে। ওই জমি পাওয়া গেলেই পরিকাঠামো গড়ার কাজ শুরু হবে বলে জানিয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। বৃহস্পতিবারই অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জন বার্লাকে চিঠিও পাঠিয়েছেন।
hasimara air force airbase will be converted to full functioned airport soon