Advertisement

Jamyang Tsering Namgail visits Darjeeling: কেন্দ্রশাসিত অঞ্চল হোক দার্জিলিং, দাবি লাদাখের সাংসদ জাময়াং শেরিং নামগাইলের

লাদাখের সাংসদ জাময়াং শেরিং নামগাইল একটি অনুষ্ঠানে যোগ দিতে দার্জিলিং সফরে আসেন। ঘুরে দেখে তিনি জানান, দার্জিলিং কেন্দ্রশাসিত অঞ্চল হওয়া উচিত। তাঁর আরও মন্তব্য, যেমন জম্মু ও কাশ্মীরের থেকে পৃথক হতে চেয়েছিল এবং ২০১৯-এ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি পায়। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার গোর্খা জনগণকে সমর্থন করবে না- শুধু সাংসদ রাজু বিস্তা নন, আমিও তাই চাইছি। লাদাখকে আলাদা হতে ৭১ বছর সময় লেগে যায়। আশা করছি বাংলা থেকে দার্জিলিংও পৃথক হবে।

Ladakh MP Jamyang Tsering Namgail visits Darjeeling

Advertisement